ইউরোপের অন্যতম বৃহৎ প্রযুক্তি আয়োজন, ওয়েব সামটি নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে। লিসবনে ফ্ল্যাগশিপ প্রযুক্তি সম্মেলন শুরুর মাত্র সপ্তাহ দুয়েক আগেই উইকিমিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথেরিন মাহেরকে উক্ত পদে নিয়োগের এই ঘোষণা এলো। খবর রয়টার্স।
এর আগে গত সপ্তাহে ওয়েব সামিটের সাবেক প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা পেডি কসগ্রেভ ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে মন্তব্য করার জেরে পদত্যাগ করতে বাধ্য হন।
কসগ্রেভ তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করলেও ২০০৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিতে তার প্রায় ৮১ শতাংশ শেয়ার রয়েছে।
ওয়েব সামিটের পৃষ্ঠপোষক মেটা, গুগল, স্ট্রাইপ, ইন্টেলসহ বিভিন্ন আলোচক এবারের আয়োজনে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর লিসবনে ওয়েব সামিট অনুষ্ঠিত হবে। সাধারণত এই আয়োজনে ৭০ হাজারের মতো অংশগ্রহণকারী থাকে। এবার ২৬০০ স্টার্টআপ এবং ৮০০ এর অধিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা ছিলো ওয়েব সামিটের।