ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ |
৩১ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাংলাদেশে আসছে ইনফিনিক্স ইনবুক

বাংলাদেশে আসছে ইনফিনিক্স ইনবুক
বাংলাদেশে আসছে ইনফিনিক্স ইনবুক

গত ২ অক্টোবর থেকে ঢাকায় অনুষ্ঠিত ছয় দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩-এ প্রদর্শনের পর শিগগিরই বাংলাদেশের ক্রেতাদের জন্য ইনবুক এক্স টু এবং ইনবুক ওয়াই টু প্লাস ল্যাপটপ বাজারে ছাড়তে যাচ্ছে ইনফিনিক্স। ইনফিনিক্স বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। একই ভাবে এগুলোর দাম বাজেটের মধ্যে থাকবে জানালেও কবে নাগাদ বাজারে আসবে কিংবা বাজেট কত টাকার মধ্যে হতে পারে তা জানাননি তিনি।

এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কেবল জানানো হয়েছে, অ্যালুমিনিয়াম এলয় বডির ইনফিনিক্স ইনবুক এক্স টু ল্যাপটপটি দেখতে চিকন ও ওজনে বেশ হালকা। লাল, নেভি ব্লু, ধূসর ও সবুজ এই চারটি রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ। এটি ১১তম প্রজন্মের কোর আই৩, আই৫ ও আই৭ প্রসেসরের ভ্যারিয়েন্টে বাজারে থাকবে।

অপরদিকে ওয়াই টু প্লাস ল্যাপটপটি এক্স টু ল্যাপটপের চাইতে আকারে কিছুটা বড়। এই ল্যাপটপটি পাওয়া যাবে রূপালি, ধূসর ও নীল রঙে। এটিও থাকবে আই৩, আই৫ ও আই৭ প্রসেসর ভ্যারিয়েন্টে।

ইনফিনিক্স,ইনবুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention