কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী বছরের শুরুর দিকে ম্যাক ওয়ান নামের চিপটি বাজারে প্রবেশ করতে পারে বলে সূত্রে জানা গেছে। প্রযুক্তিবিদদের ধারণা, এনভিডিয়ার বি২০০-এর সঙ্গে প্রতিযোগিতা করবে স্যামসাংয়ের ম্যাক ওয়ান। খবর টেকটাইমস।
টেকরাডারের তথ্যানুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ চিপের উৎপাদন শুরু করবে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট এবং ২০২৫ সালের শুরুতে বাজারে প্রবেশ করবে। প্রযুক্তি বিশারদদের ধারণা, কম বিদ্যুৎ ব্যবহারে অধিক কাজের ক্ষেত্রে এ চিপ সহায়ক হবে।
স্যামসাংয়ের শেয়ারহোল্ডারদের ৫৫তম করপোরেট মিটিংয়ে নতুন এ চিপ তৈরির ঘোষণা দেয়া হয়। স্যামসাং সেমিকন্ডাক্টরের সিইও কি হিউন কিয়ং জানান, চিপের ডিজাইন এফপিজিএর অনুমোদন পেয়েছে এবং এর উৎপাদন কার্যক্রম শিগগিরই শুরু হবে।