ঢাকা | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

এআই চিপ আনার ঘোষণা স্যামসাংয়ের

এআই চিপ আনার ঘোষণা স্যামসাংয়ের
এআই চিপ আনার ঘোষণা স্যামসাংয়ের

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী বছরের শুরুর দিকে ম্যাক ওয়ান নামের চিপটি বাজারে প্রবেশ করতে পারে বলে সূত্রে জানা গেছে। প্রযুক্তিবিদদের ধারণা, এনভিডিয়ার বি২০০-এর সঙ্গে প্রতিযোগিতা করবে স্যামসাংয়ের ম্যাক ওয়ান। খবর টেকটাইমস।

টেকরাডারের তথ্যানুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ চিপের উৎপাদন শুরু করবে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট এবং ২০২৫ সালের শুরুতে বাজারে প্রবেশ করবে। প্রযুক্তি বিশারদদের ধারণা, কম বিদ্যুৎ ব্যবহারে অধিক কাজের ক্ষেত্রে এ চিপ সহায়ক হবে।

স্যামসাংয়ের শেয়ারহোল্ডারদের ৫৫তম করপোরেট মিটিংয়ে নতুন এ চিপ তৈরির ঘোষণা দেয়া হয়। স্যামসাং সেমিকন্ডাক্টরের সিইও কি হিউন কিয়ং জানান, চিপের ডিজাইন এফপিজিএর অনুমোদন পেয়েছে এবং এর উৎপাদন কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এআই চিপ,স্যামসাং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend