আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় ৬০০০ কর্মী ছাঁটাই করলো টেক্সাসভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ডেল টেকনোলজিস ইনকর্পোরেশন’। কোম্পানিটির সূত্রের খবর, কম্পিউটার কেনার চাহিদা হ্রাস পাওয়ার কারণেই এই ছাঁটাই। যে ছাঁটাই-এর ফলে অনিশ্চিত হয়ে পড়লো ৬ হাজার কর্মীর জীবন।
ডেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু’বছর ধরে কম্পিউটার কেনার চাহিদা ক্রমশ কমেছে। যার কারণে ১১ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে কোম্পানির। গত মাসেই এই রিপোর্ট পেশ করেছে ডেল।
সূত্রের খবর, ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত ডেলের কর্মী সংখ্যা ছিলো এক লাখ ২০ হাজার। যে সংখ্যা আগে ছিলো ১ লাখ ২৬ হাজার।
এর আগে ডেল তাদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ কর্মীদের জন্যও কড়া নির্দেশিকা জারি করেছিলো। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিলো, যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের পদন্নোতির বিষয়ে কিছুই ভাবা হবে না। উল্লেখ্য, করোনার আগে থেকেই বাড়ি থেকে কাজ করার সুবিধা ছিলো ডেলে।
প্রসঙ্গত, গত বছর ৬৬০০ জন কর্মীকে ছাঁটাই করেছিলো ডেল। সেই সময় প্রতিষ্ঠানটির সহ-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক জানিয়েছিলেন, ‘ডেল মনে করছে ক্রমাগত ধসের ফলে বাজার অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সব মিলিয়ে ডেলের সামগ্রিক কর্মশক্তির ৫ শতাংশ কমাতে চলেছে’।