ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৩ °সে
|
বাংলা কনভার্টার

আবারও কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান

আবারও কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বিসিএসের নতুন কমিটিসংগৃহীত

দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার ও কামরুজ্জামান ভূঁইয়া। আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনটির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হয়।

২০২৪-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ আলী ভূঁইয়া। যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে এস এম ওয়াহিদুজ্জামান ও আনিসুর রহমান। পরিচালক নির্বাচিত হয়েছেন মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ। নির্বাচনে মোট ভোটার ২ হাজার ১৫০ থাকলেও ভোট দিয়েছেন ১ হাজার ৪৬৬ জন। ২৯টি ভোট বাতিল হয়েছে। সর্বোচ্চ ১ হাজার ৩৫০ ভোট পেয়েছেন মহাসচিব নির্বাচিত হওয়া কামরুজ্জামান ভূঁইয়া।

নির্বাচনে কার্যনির্বাহী কমিটির পাশাপাশি বিসিএসের ১১টি শাখার নতুন কমিটিও গঠন করা হয়েছে।

কম্পিউটার সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাজমুল আলম ভূঁইয়া ও মো. আমির হোসেন।

কম্পিউটার সমিতি,সভাপতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend