ঢাকা | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

বেসিস নির্বাচনে আবারও বিজয়ী রাসেল টি আহমেদের প্যানেল

বেসিস নির্বাচনে আবারও বিজয়ী রাসেল টি আহমেদের প্যানেল
ফলাফল ঘোষণার পর নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের সঙ্গে বিজয়ী ওয়ান টিমের সদস্যরা

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বেসিসের ১১টি পদের মধ্যে ৮টিতে জিতেছে এই প্যানেল। ‘টিম স্মার্ট’ প্যানেল পেয়েছে তিনটি পদ।

আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসিসের ১ হাজার ৪৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ১৫৭ জন। ফলে ৭৯ শতাংশ ভোট পড়েছে। সাধারণ সদস্য শ্রেণিতে মোট ভোট পড়ে ৭৮১টি। অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও ইন্টারন্যাশনাল সদস্য শ্রেণিতে ভোট পড়েছে যথাক্রমে ২৫০, ১১৮ ও ৮টি। ১৬টি ভোট বাতিল হয়েছে।

ভোট গণনার পর সন্ধ্যায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী ব্যক্তিরা হলেন সাধারণ সদস্য শ্রেণি থেকে মো. মোস্তাফিজুর রহমান (অ্যাডভান্সড ইআরপি, প্রাপ্ত ভোট ৪০৫), রাশিদুল হাসান (সিসটেক ডিজিটাল, ৩৮৮), মীর শাহরুখ ইসলাম (বন্ডস্টেইন টেকনোলজিস, ৩৬৭), মোহাম্মদ রিসালাত সিদ্দিকী (অ্যানালাইজেন বাংলাদেশ, ৩৫৭), রাসেল টি আহমেদ (টিম ক্রিয়েটিভ, ৩৫৫), এম আসিফ রহমান (এআর কমিউনিকেশনস, ৩৪৯), ইকবাল আহমেদ ফখরুল হাসান (ডিভাইন আইটি, ৩৪১) ও দিদারুল আলম (শুটিং স্টার, ৩২৫), অ্যাসোসিয়েট শ্রেণিতে সৈয়দ আবদুল্লাহ জায়েদ (এমএস ফাইনালাইটিকস, ১২৩), অ্যাফিলিয়েট শ্রেণিতে বিপ্লব ঘোষ (কার্নিভ্যাল অ্যাসিউর, ৪৮) ও ইন্টারন্যাশনাল শ্রেণিতে সৈয়দ মোহাম্মদ কামাল (মাস্টারকার্ড সিঙ্গাপুর ৩)। ইন্টারন্যাশনাল শ্রেণিতে দুই প্রার্থী সৈয়দ মোহাম্মদ কামাল ও আবু মো. রাশেদ মুজিব তিনটি করে ভোট পাওয়ায় পরে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচিত ১১ জন পরিচালকের মধ্যে পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ মে বিকেল পাঁচটায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।

বেসিস নির্বাচন,রাসেল টি আহমেদে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend