ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ |
৩৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

পদত্যাগ করবেন ইন্টেলের সিইও

পদত্যাগ করবেন ইন্টেলের সিইও
ইন্টেলের সিইও

চিপ নির্মাতা কোম্পানি ইন্টেলের সিইও বব সোয়ান আগামী ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করবেন। তার জায়গায় ভিএমওয়্যারের সিইও প্যাট জেলসিঙ্গারকে নিযুক্ত করছে ইন্টেল।

ইন্টেল জানিয়েছে, ক্ষমতার পালা বদলের সঙ্গে কোম্পানিটির চতুর্থ প্রান্তিকের পারফর্মেন্সের কোনো সম্পর্ক নেই। তাদের উদ্ভাবিত ৭ ন্যানোমিটার চিপের ব্যবসা ভালোভাবেই চলছে।

মূলত এনভিডিয়া ও এএমডির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎপাদনে গতি আনতে চায় ইন্টেল। বাজারে এআরএম-ভিত্তিক প্রসেসর যেমন অ্যাপলের এম১ চিপের সঙ্গেও তাদের প্রতিযোগিতা চলছে।

বব সোয়ানকে ইন্টেলের সিইও নিযুক্ত করা হয় ২০১৯ সালে। তিনি ইন্টেলকে অনেক কঠিন সময় পার করতে সাহায্য করেছেন।

অন্যদিকে, ভিএমওয়্যারের সিইও জেলসিঙ্গার ইন্টেলেরই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ইন্টেলে তিনি চাকরি করেন ৩০ বছর। ভিএমওয়্যারে তিনি যোগ দেন ২০১২ সালে। কোম্পানিটির ব্যবসা বৃদ্ধিতে তিনি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাবলুএস) এর সঙ্গে চুক্তি করেন।

ভিএমওয়্যারের সিংহভাগ ব্যবসার মালিক ডেল টেকনোলজিস।

ইন্টেলের সিইও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention