ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

চিনের বদলে ভারতের নয়ডায় স্যামসংয়ের কারখানা, বিনিয়োগ সাড়ে ৪ হাজার কোটি টাকা

চিনের বদলে ভারতের নয়ডায় স্যামসংয়ের কারখানা, বিনিয়োগ সাড়ে ৪ হাজার কোটি টাকা
চিনের বদলে ভারতের নয়ডায় স্যামসংয়ের কারখানা, বিনিয়োগ সাড়ে ৪ হাজার কোটি টাকা

চিনের বদলে ভারতের নয়ডায় তৈরি হতে চলেছে স্যামসংয়ের কারখানা।

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসং তাঁদের মোবাইল ও ডিসপ্লে তৈরির কারখানা চিন থেকে সরিয়ে ভারতে আনতে আগ্রহী হয়েছে।

উত্তরপ্রদেশের নয়ডার সরকার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংস্থা রাজ্যে প্রায় ৪ হাজার ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে।

ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে বলে আশা করছেন অনেকে।

অত্যাধুনিক মানের এই কারখানায় প্রত্যক্ষ ভাবে ৫০১ জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

নয়ড়ায় স্যামসংয়ের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটির উদ্বোধন করেছিলেন।

তবে শুধু স্যামসং নয় দক্ষিণ কোরিয়ার গেমিং জায়ান্ট পাবজি কর্পোরেশনও ভারতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

স্যামসংয়ের কারখানা,নয়ডা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend