ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

দেশে থ্রিডি প্রযুক্তির ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন

দেশে থ্রিডি প্রযুক্তির ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন
দেশে থ্রিডি প্রযুক্তির ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলির উদ্যোগে বাংলাদেশে প্রথম ভার্চুয়াল গেট নামে একটি অত্যাধুনিক থ্রিডি ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন হয়েছে। প্ল্যাটফর্মটি যৌথভাবে তৈরি করেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এবং স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়া। কারিগরি সহায়তা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট।

প্ল্যাটফর্মটিতে একাধারে সেমিনার কক্ষ, এক্সিবিশন এরিয়া, প্ল্যানারি সেশন, প্ল্যানারি এরিয়া, নেটওয়ার্কিং এরিয়া, এডুকেশন ফেয়ার এবং বিভিন্ন ধরনের স্টলের ফিচার রয়েছে। এছাড়াও ভার্চুয়ালি তথ্য দিতে চায় এ ধরনের যেকোনো প্রতিষ্ঠান এ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে।

রোববার (৩০ মে) এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়াল গেট প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়ার বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়ার চিফ টেকনিক্যাল অফিসার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার, প্রকল্প পরিচালক মো. সালাহ উদ্দিন এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ডিজিএম জাফর আহমেদ পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, বাংলাদেশে স্পাইরাল ওয়ার্ল্ড মালয়েশিয়ার সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ভার্চুয়াল গেট একটি ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম এবং ইতিমধ্যে এই ইভেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের দুটো ইভেন্ট অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। একটি হচ্ছে এডুগেট নামের একটি এডমিশন ফেয়ার এবং অপরটি জাতীয় গ্রোগ্রাম ডিজিটাল ভিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআইএক্সপো-২০২১)। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ভার্চুয়াল গেট প্ল্যাটফর্মটি শুধু জাতীয় চাহিদাই নয়, বৈশ্বিক চাহিদাও পূরণ করতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার বলেন, সরাসরি কোনো ইভেন্টে গিয়ে আমরা যেভাবে বিভিন্ন স্টল পরিদর্শন করি, বিভিন্ন তথ্য সংগ্রহ করি, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মেও সেই একই ব্যবস্থা রয়েছে। থ্রিডি অ্যাভাটারের মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমেই সব ধরনের ইভেন্ট ও এক্সপো করা যাবে। যেকোনো দর্শনার্থী সরাসরি স্টল পরিদর্শনের অনুভূতি পাবেন। থাকছে ব্যবসা-বাণিজ্যের সুবিধা। এটি টুল হিসেবে যেকোনো প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটে যুক্ত করেও ব্যবহার করতে পারবেন। ইতিপূর্বে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেখানে ইভেন্টগুলোতে এক লাখের অধিক দর্শনার্থী ছিল।

ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend