ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

মেম্বারস ম্যানেজমেন্ট সফটওয়্যার “ইন্সট্রাই” বাজারে আনলো ই-সফট

মেম্বারস ম্যানেজমেন্ট সফটওয়্যার “ইন্সট্রাই” বাজারে আনলো ই-সফট
মেম্বারস ম্যানেজমেন্ট সফটওয়্যার “ইন্সট্রাই” বাজারে আনলো ই-সফট

মেম্বারভিত্তিক অর্গানাইজেশন যেমন_ প্রফেশনাল এসোসিয়েশন, ট্রেড বডি, চ্যারিটি অর্গানাইজেশন, এডুকেশনাল সেন্টার, ক্লাব, ওয়েলনেস এন্ড বিউটি সেন্টার, স্পোর্টস লীগ, জীম এন্ড ফিটনেস সেন্টার ইত্যাদি অর্গানাইজেশনকে সম্পুর্নভাবে অনলাইনে পরিচালনা করার জন্য তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ই-সফট বাজারে এনেছে মেম্বারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার “ইন্সট্রাই”।

এই সফটওয়্যারটির ফিচারগুলির মধ্যে অন্যতম অলাইন মেম্বার রেজিস্ট্রেশন, অনলাইন মেম্বারস ফি কালেকশন, মেম্বার ড্যাশবোর্ড, সেমিনার অর্গানাইজড, অটো সার্টিফিকেট জেনারেট, পেমেন্ট সিস্টেম, অটো ইনভয়েস, ডাটা এনালাইটিক্স ইত্যাদি।

একই সাথে এই সফটওয়্যার এ ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং সিস্টেম যার মাধ্যমে ব্যবহারকারী প্রতিষ্ঠান যাবতীয় রিপোর্ট ও এনালাইটিক্যাল ডাটা খুব সহজেই পেয়ে যাবে।

বর্তমানে ইন্সট্রাই সফটওয়্যারটি ভার্শন ১.০ আছে এবং সফটওয়্যারটি যে কেউ চাইলে এন্ড্রয়েড এবং আইওএস মোবাইল এপস হিসেবেও ব্যবহার করতে পারবে।

আরোও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ esoft.com.bd

ইন্সট্রাই,মেম্বারস ম্যানেজমেন্ট,সফটওয়্যার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend