ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ |
৩৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘রোবট নকশার আসর ২০২১’ প্রতিযোগিতা

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘রোবট নকশার আসর ২০২১’ প্রতিযোগিতা
৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘রোবট নকশার আসর ২০২১’ প্রতিযোগিতা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ড্যাফোডিল রোবটিকস ল্যাবের আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হতে যাচ্ছে ‘রোবট নকশার আসর ২০২১’ প্রতিযোগিতা। অনলাইন প্ল্যাটফর্মে এই প্রতিযোগিতায় দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দলের সদস্য সংখ্যা হতে হবে ন্যূনতম ৩-৫ জন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন ধরনের থ্রিডি রোবট ডিজাইন করতে হবে। প্রতিযোগিরা ৬টি ক্যাটাগরির মাধ্যমে নিজেদের প্রজেক্ট উপস্থাপন করতে পারবেন।

প্রতিযোগিদের উপস্থাপিত থ্রিডি রোবট মডেলগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যবেক্ষণ ও বিচার করবেন সম্মানিত বিচারকগণ। সেরা রোবট ডিজাইনারকে দেওয়া হবে আর্থিক পুরস্কার।

প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। তাছাড়া ড্যাফোডিলের রোবোটিক্স ল্যাবের ১ বছরের মেম্বারশীপ, গবেষণার সুবিধা এবং মেন্টরিং সাপোর্ট এবং উপস্থাপিত রোবট মডেলকে বাস্তবরূপদান করতে সকল প্রকার সহায়তা করবে ড্যাফোডিল রোবটিকস ল্যাব।

রোবট নকশার আসর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ আগস্ট ২০২১।

রেজিস্ট্রেশন লিংক:

http://daffodilrobotics.com/public/rna2021/

এছাড়া প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে নিচের লিংক থেকে:

https://drive.google.com/file/d/1jUcbDx4db1wwLyXQcYiZvTpNHSH7f7t_/view?usp=sharing

রোবট নকশার আসর ২০২১
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention