ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

আরও ১৫ দেশে জুয়ার অ্যাপসের অনুমতি দিলো গুগল প্লে স্টোর

আরও ১৫ দেশে জুয়ার অ্যাপসের অনুমতি দিলো গুগল প্লে স্টোর
আরও ১৫ দেশে জুয়ার অ্যাপসের অনুমতি দিলো গুগল প্লে স্টোর

বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্র্যান্স ও ব্রাজিলে বাস্তব টাকায় জুয়া খেলার অ্যাপের অনুমতি রয়েছে গুগল প্লে স্টোরে। তবে চলতি বছরের ১ মার্চ থেকে আরও ১৫টি দেশে এ ধরণের অ্যাপ উন্মোচনের অনুমতি দিচ্ছে গুগল।

প্লে স্টোরের নীতিমালা পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানী, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, নরওয়ে, রোমানিয়া, স্পেন, সুইডেন এবং যুক্তরাষ্ট্রে জুয়ার অ্যাপকে অনুমতি দিচ্ছে গুগল।

অনলাইন ক্যাসিনো গেমস, লটারি, স্পোর্টস বেটিং এবং ডেইলি ফ্যান্টাসি স্পোর্টস ক্যাটাগরিতে জুয়ার অ্যাপস উন্মুক্ত করা যাবে। ডেভেলপারদেরকে এসব অ্যাপস উন্মুক্ত করার আগে একটি বিশেষ জুয়ার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং তার অ্যাপের ইন্টারন্যাশনাল এজ রেটিং কোয়ালিশন (আইএআরসি) কনটেন্ট রেটিং এবং গুগল ডেভেলপার পলিসি সেন্টার রিকোয়ারমেন্টস পূরণ করছে কিনা সেটি নিশ্চিত করতে হবে।

এছাড়া ছোটরা যাতে অ্যাপটি ব্যবহার করতে না পারে সে বিষয়ে কঠোর হতে হবে। নতুন যুক্ত হওয়া অধিকাংশ দেশগুলো শুধুমাত্র সরকার পরিচালিত লটারি অ্যাপের অনুমতি দেবে বলে জানা গেছে।

আরও ১৫ দেশে জুয়ার অ্যাপসের অনুমতি দিলো গুগল প্লে স্টোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend