গত বছর থেকে নিয়মিত প্রতি শনিবার প্রতিষ্ঠানের ১৮০ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেয়ার দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করে আসছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন। ধারাবাহিকতায় আজ ৩০ জানুয়ারিতেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারাদেশে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সংগঠনের নেতা-কর্মীরা।
বিকাল পাঁচটায় শেষ হওয়া এই কর্মসূচিতে কর্মসূচিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মিয়া মোঃ শফিকুর রহমান মাসুদসহ ইউনিয়নের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অতিসত্বর কর্মহীন সকলকে কাজে ফেরত নেয়া এবং চাকুরীর নিশ্চয়তা বিধানের জন্য গ্রামীণফোন এর কাছে জোরালো দাবি জানান।
ঢাকার পাশাপাশি খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, মায়মসিংহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, নড়াইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গলাচিপা, দিনাজপুর, বগুড়ায় একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩১শে মে হতে টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশনের ১৮০ জন কর্মীকে তাদের স্থায়ী কাজ থেকে অপসারন করে কর্মহীন করে রেখেছে। অভিযোগ উঠেছে, অদক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে এই সংবেদনশীল কাজ গুলো চালিয়ে নিচ্ছে অপারেটরটি।