ঢাকা | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বাংলা কনভার্টার
walton

২ বছর পর ফের সরবরাহ শুরু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ

২ বছর পর ফের সরবরাহ শুরু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ
২ বছর পর ফের সরবরাহ শুরু হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ। ছাপার কাজ শুরুর ছয় মাসের মধ্যে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্সগুলো গ্রাহকের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।

বর্তমানে রাজধানীর পল্লবীতে অবস্থিত মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের এনরোলমেন্ট স্টেশনে প্রতি কার্যদিবসে গড়ে প্রায় এক হাজার আবেদনকারীর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি পাঁচ বছরে ৪০ লাখ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করবে।

বিআরটিএ’র সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-১ সার্কেল) শামসুল কবীর জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর থেকে পুরনো কার্ডগুলো প্রিন্ট হওয়ার কথা রয়েছে। ওইদিন প্রিন্ট হয়ে গেলে পরদিন থেকে লাইসেন্স বিতরণ শুরু হবে। ছাপার কাজ শুরুর ছয় মাসের মধ্যে শেষ হবে ছাপা কাজ।

এর আগে গত ৩১ ডিসেম্বর থেকে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে আঙুলের ছাপ নেওয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ কারণে দুই দফায় সময় বাড়িয়ে নেয় তারা।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়