দেশের ই-কর্মাস সেক্টরের সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহের আলোকে সৃষ্ট সমস্যা ও তার সমাধানে কাজ করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)। এর মাধ্যমে ক্রেতার আস্থা ফিরিয়ে আনতে ও কাঙ্খিত প্রবৃদ্ধি ধরে রাখতে চায় সংগঠনটি। এ জন্য উদ্যোক্তাদের নিয়ে সরকারের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে ই-কমার্স ব্যবসায়ীদের এ সংগঠন।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ই-ক্যাবের কার্যনির্বাহী সদস্যরা মিলিত হয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন। ২০১৪ সাল থেকে ই-কমার্সখাতের উন্নয়নে সংগঠনটি অনবরত যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সরকারের সঙ্গে সেসব নীতিগত সিদ্ধান্তে ভূমিকা রেখেছে এবং এ খাদের যেসব সমস্যার সমাধান করেছে; অনুষ্ঠানে তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাহাব উদ্দিন শিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হত অনু, যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার নিশা, পরিচালক- আশীষ চক্রবর্তী, জিয়া আশরাফ, আসিফ আহনাফ, সাইদ রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ই-ক্যাবের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আল শোভন।
অনুষ্ঠানে নতুন আইন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সৃষ্টি না করে প্রচলিত আইন সংশোধন ও মনিটরিংয়ের কথা বলা হয়। এ ছাড়া ডিজিটাল কমার্স সেলের সক্ষমতা বাড়িয়ে ইউবিআইডি, সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম, সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে খাতটিতে দীর্ঘস্থায়ী সমাধানের বিষয় তুলে ধরা হয়। বর্তমানে গেটওয়ে আটকে থাকা অর্থ ছাড়, ডিজিটাল মার্কেটিংয়ে ৩০ শতাংশ ভ্যাট রহিতকরণসহ অন্যান্য সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে অনুরোধ ও সহযোগীতার কথাও বলা হয়।