ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে পণ্য না পেয়ে আটকে থাকা ৭৭ কোটি টাকা ফেরতের নির্দেশনা চেয়ে ৫৪৭ গ্রাহকের করা রিট আবেদনে বুধবার আদেশ দেবে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে ওই আবেদনের শুনানি শেষে আদেশের দিন ঠিক করে দেওয়া হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও আব্দুল কাইয়ুম।
গ্রাহকদের ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি কত টাকা বিদেশ পাচার করা হয়েছে তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত ৩ এপ্রিল রিট আবেদনটি করেন ই-অরেঞ্জের ক্ষতিগ্রস্ত তারেক আলমসহ ৫৪৭ গ্রাহক।
এতে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
আইনজীবী কাইয়ূম জানান, গত বছরের বিভিন্ন সময়ে ওই গ্রাহকরা ই-অরেঞ্জ থেকে বিভিন্ন পণ্যের জন্য অর্থ দিয়ে ভাউচার কিনেন। কিন্তু পণ্য ডেলিভারি না দিয়ে মালিকপক্ষ কোম্পানি গুটিয়ে পালিয়ে গেছে। এ কারণে অর্থ ফেরত চেয়ে এসব গ্রাহক রিট আবেদনটি করেন।