টাঙ্গাইলে পাঁচটি চেক জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ টাকার প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ আদেশ দেন।
রাসেলের আইনজীবী ফেন্সি খান জানান, ২০২২ সালে সদর উপজেলার রাসেদুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে পাঁচটি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। পরে আইনজীবী ফেন্সি খান দুটি এবং তার সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির তিনটি মামলার জামিন আবেদন করেন। আদালত ওই পাঁচ মামলায় রাসেলকে জামিন দেন।
প্রসঙ্গত, প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক। মামলার পরদিন বিকালে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন শামীমা।