ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ : ই-কমার্সের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে সালমান এফ রহমান

ই-কমার্স খাতের প্রসারে টাস্কফোর্স গঠন করা হবে

ই-কমার্স খাতের প্রসারে টাস্কফোর্স গঠন করা হবে
ই-কমার্স খাতের প্রসারে টাস্কফোর্স গঠন করা হবে

ই-কমার্স খাতের প্রসারে সহায়তা দিতে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি বলেছেন, এই খাতে কর ও লজিস্টিক নিয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেব।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কালের কণ্ঠ ও দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজের যৌথ আয়োজনে ‘ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশ : ই-কমার্সের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন। ভার্চুয়াল বৈঠকে কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলনসহ এই খাতের সংগঠন ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। গোলটেবিল আলোচনার সঞ্চালক ছিলেন কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আরো বলেন, ‘সমাজের সব ক্ষেত্রেই এখন ডিজিটাইলেজেশনের সুযোগ আছে। সামনে ই-কমার্স খাতের মাধ্যমে ব্যবসা ও সব রকম উন্নতি ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে বাংলাদেশকে একটি ডিজিটালসমৃদ্ধ দেশে পরিণত করতে চেয়েছিলেন, যা এখন অনেক উন্নতি লাভ করেছে। এরই মধ্যে অনেক ক্ষেত্রেই তা প্রতিফলিত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যে নাগরিক সেবা দেওয়া হয়, তা অনলাইনের মাধ্যমে করে দেওয়ার জন্য আরো কাজ করা জরুরি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা লক্ষ করছি যে ই-কমার্স ধীরে ধীরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে। উন্নত দেশগুলোতে ই-কমার্স আরো বড় ভূমিকা পালন করছে। আমাদের দেশেও কয়েক বছর ধরে ধীরে ধীরে এটি বেশ বড় পর্যায়ে যাচ্ছে। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি তাতে অল্প সময়ের মধ্যেই এই খাতটি আরো অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারব। কিন্তু তার পেছনে যে কাজগুলো আমাদের করা দরকার সেটি হচ্ছে, বিদেশি সহযোগিতা। বেশি করে বিদেশি ইনভেস্টরদের আমন্ত্রণ জানাতে হবে। তাদের বড় একটি ভূমিকা আমাদের প্রয়োজন।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির বলেন, ‘ই-কমার্স যদি সামনের দিকে এগিয়ে যায়, সে জন্য আমরা একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করছি। ই-কমার্সের সঙ্গে বিভিন্ন রকমের ছোট ও মাঝারি ব্যবসা সম্পৃক্ত হয়েছে। যখন কোনো মাল্টিন্যাশনাল কম্পানি প্রযুক্তির মাধ্যমে কাজ করে তখন তাঁরা সেখানে সফল্য পায়। বিকাশ এই ক্ষেত্রে ভালো কাজ করছে। এই ক্ষেত্রে ব্যাপকভাবে বিনিয়োগ করতে হচ্ছে। ফলে ভালো ফল পাওয়া সম্ভব।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘ডিজিটাল কমার্সের জয়যাত্রা পরিলক্ষিত হয়েছে। লকডাউনের সময় এই যাত্রা বেশি জোরদার হয়েছে। ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। ডিজিটাল সিস্টেমের মাধ্যমে যারা কেনাকাটা করে তাঁর মধ্যে ৭৫ শতাংশই ১৮-৩৪ বছরের মধ্যে। লকডাউনে ক্যাশ টাকা খরচের বদলে ডিজিটাল মাধ্যমে কেনাকাটা ও লেনদেন করেছে। আগে অনলাইনে কেনাকাটা প্রায় ১৫ শতাংশের মতো ছিল। সেটি করোনার মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশের মতো। তবে এটি ধরে রাখা প্রয়োজন। ডিজিটাল লেনদেনে কেনাকাটার জন্য সরকারে থেকে ৫ শতাংশের একটা ভর্তুকি দেওয়া প্রয়োজন। এই ভর্তুকির আড়াই শতাংশ ক্রেতা ও আড়াই শতাংশ বিক্রেতাকে দিতে হবে। একই সঙ্গে আসন্ন বাজেটে ইন্টারনেটের ওপর সম্পূর্ণভাবে ভ্যাট মওকুফ করা প্রয়োজন।’

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলাইমান আলম বলেন, ‘একটি টেলিযোগাযোগ ব্যবস্থা ই-কমার্সের জন্য ফান্ডামেন্টাল রিকয়ারমেন্ট। সর্বশেষ বিটিইআরসির তথ্য অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় ১১.২৮ কোটি ইন্টারনেট সাবস্ক্রাইবার ছিল। যার মধ্যে ১০.৩৪ কোটি মোবাইল ইন্টারনেটে সাবস্ক্রাইবার। মোবাইল কম্পানিগুলো যে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে তার ওপরই এ দেশের মানুষ তাদের অনলাইন ও বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য নির্ভর করে আছে। আমরা সরকার ও আমাদের নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় বেশ কিছু কাজ করে যাচ্ছি। আমাদের টার্গেট ছিল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অপারেটরদের শতভাগ ফোরজির আওতাভুক্ত করব। সেটি আমরা করেছি। আমার মনে হয়, এখন শহর থেকে গ্রামাঞ্চলে ইন্টারনেটের গতি বেশি।’

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, ‘আমরা ই-কমার্স সেক্টরের গ্রোথ দেখেছি মূলত করোনাকালে। ২০১৪ সাল থেকেই এই সেক্টরের গ্রোথ বাড়া শুরু হয়। তবে করোনার আগে গ্রোথ ছিল ২০-২৫ শতাংশ। কিন্তু করোনাকালে এই সেক্টরের গ্রোথ হয়েছে ৭০-৮০ শতাংশ। এই গ্রোথ হওয়ার একটি প্রাথমিক কারণ হচ্ছে, আইসিটির ব্যাকবোন প্রস্তুত ছিল। ই-কমার্স পলিসি তৈরি ছিল, যা আবার পরিবর্তন করা হয়েছে ২০২০ সালে। সবচেয়ে বড় অর্জন যেটি হয়েছে, মধ্যস্বত্বভোগীদেরকে আমরা বিভিন্নভাবে নির্মূল করতে পেরেছি। আমরা যদি গত বছরের ডিজিটাল হার্ট দেখি, আমরা যদি আমচাষিদের কথা বলি, ই-কমার্সগুলোর মাধ্যমে মাত্র তিন সপ্তাহে এক লাখ ৫২ হাজার পরিবারে সরাসরি ফরমালিনমুক্ত আম পৌঁছাতে পেরেছি। ই-কমার্সে রুরাল ই-কমার্স একটি বড় জায়গা। আমরা এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।’

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘বাংলাদেশে দারাজের যাত্রা সাত বছর। বাংলাদেশে একেবারে ছোট পরিসরে শুরু করে এখন দেশের সর্বত্র পৌঁছাতে পেরেছি। দেশের ৬৪ জেলায়ই দারাজের নিজস্ব অপারেশন রয়েছে। যেখানে আমরা আমাদের নিজস্ব হ্যাবের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। দারাজ ভালো সার্ভিস দিতে পারায় কাস্টমারদের ধরে রাখতে পারছে। এ ক্ষেত্রে দারাজ কাস্টমারদের আস্থা তৈরির মধ্য দিয়ে ভালো একটি জায়গা করে নিয়েছে। গত বছর করোনা পরিস্থিতির শুরুতে আমরা একটা ধাক্কা খাই। কারণ হঠাৎ করে একটি লকডাউন হয়ে যায়, এ সম্পর্কে আমরা প্রস্তুতও ছিলাম না। গত বছর থেকে এ পর্যন্ত আমাদের গ্রাহক ব্যাপক বেড়েছে। করোনার আগে আমাদের মূলত সেলস হতো লাক্সারি আইটেমের জিনিসগুলো। করোনা আসার পর থেকে আমাদের বেসিক নিড আইটেমের জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আমরা খুব রেসপন্স পাচ্ছি। আমাদের ডেলিভারি ব্যয় বা রাইডাররা সরকারের কাছ থেকে খুব সাপোর্ট পাচ্ছি, সেই কারণে আমাদের অপারেশনগুলো চালিয়ে যেতে পারছি।’

কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী বলেন, ‘করোনার মাঝে আমরা দেখেছি ই-কমার্সের প্রবৃদ্ধি এই খাতকে আশাবাদী করে তুলেছে। আমরা দেখেছি যে ই-কমার্সের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পণ্য পৌঁছে দিয়েছেন। প্রথম ঢেউয়ে টানা ৬৬ দিনের সাধারণ ছুটিতে ই-কমার্স বড় ভূমিকা রেখেছিল। এখন দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও ই-কমার্সের দায়িত্বশীল একটি ভূমিকা আমরা দেখছি। ই-কমার্স খাতের প্রবৃদ্ধি টেকসই করতে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগবান্ধব নীতিমালা প্রয়োজন। একই সঙ্গে ভোক্তাস্বার্থ সুরক্ষায়ও প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নিতে হবে।’

ই-কমার্স,টাস্কফোর্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend