বিভিন্ন লোভনীয় অফার দিয়ে গ্রাহকদেরকে প্রতারিত করছে বিভিন্ন ই-কমার্স সাইট। গ্রাহকদের লোভনীয় অফারের ফাঁদে পড়া ঠেকাতে জনস্বার্থে প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার এক মামলার শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেন।
ফোনে আড়িপাতা বন্ধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত চেয়ে দায়ের করা রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানির এক পর্যায়ে আদালতের জিজ্ঞাসার জবাবে রিটকারী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, আমাদের দেশে ই-কমার্স ব্যবসার নামে অনেক বেশি ফ্রি অফার থাকে। যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা, অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকেরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হয়।
তখন আদালত বলে, হ্যাঁ আমরাতো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। এজন্যই লোভনীয় অফারের এই ফাঁদ থেকে গ্রাহকদের বাঁচাতে জনস্বার্থে প্রচারণা চালনো দরকার। আপনারা সেটা করতে পারেন।