ঢাকা | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার

৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করলো ই-ক্যাব

৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করলো ই-ক্যাব
৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করলো ই-ক্যাব

গ্রাহকদের বিভিন্ন অভিযোগ, পাওনাদারদারদের পণ্য বুঝিয়ে না দেওয়া; এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ শতাধিক অভিযোগের কারণে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ডের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাব এই তথ্য জানিয়েছে।

ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর ই-ক্যাবের নির্বাহী পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্তে হয়। গত ২৮ আগস্ট অভিযুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ই-ক্যাব ১১ সদস্যের একটি কমপ্লায়েন্স অ্যাডভাইজরি কমিটি গঠন করে। কমিটি প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ স্থগিতের সুপারিশ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চার প্রতিষ্ঠানকে ক্রেতা ও মার্চেন্টদোর পাওনা পরিশোধ, ডিজিটাল কমার্স নির্দেশিকা বাস্তবায়ন ও অন্যান্য অভিযোগ নিষ্পত্তি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেখতে বলা হয়েছে। অন্যথায় অভিযোগের বিশ্লেষণ ও পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিল হতে পারে।

ই-কমার্স,ই-ক্যাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend