ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ই-কমার্স ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি

ই-কমার্স ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি
ই-কমার্স ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি

বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-কমার্স প্ল্যাটফর্মের লাইসেন্স বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা। শনিবার (৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ই-কমার্স মার্চেন্ট এবং ভোক্তাবৃন্দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে। এই সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ইক্যাব, মার্চেন্ট ও ভোক্তাসহ সকলের প্রতিনিধি ও ই-কমার্স সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি করে চলমান সমন্বয়হীনতা বা সংকট থেকে উত্তরণ সম্ভব বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ই-কমার্স সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনায় আশা করেন তারা।

সংবাদ সম্মেলনে ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তাবৃন্দের সমন্বয়ক মো. নাসির উদ্দিন ও সহ-সমন্বয়ক সাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ই-কমার্স,লাইসেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend