ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ

সোনিয়াসহ ই-অরেঞ্জের ৭ জনের বিরুদ্ধে মামলা

সোনিয়াসহ ই-অরেঞ্জের ৭ জনের বিরুদ্ধে মামলা
ই-অরেঞ্জের সিইও সোনিয়া মেহজাবিন ও সিওও নাজমুল হাসান রাসেল

৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স কোম্পানি ই-অরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে।

২৭ ভুক্তভোগীর পক্ষে বাদী হয়ে নাসিম প্রধান নামে এক ব্যক্তি রোববার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় গুলশান থানাকে মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

অপর আসামিরা হলেন- ই-অরেঞ্জের সিওও নাজমুল হাসান রাসেল, শেখ সোহেল রানা, আমান উল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার

মামলার আরজি থেকে জানা গেছে, আসামিরা অতি স্বল্প মূলে বিভিন্ন পণ্য বিক্রির জন্য ই-অরেঞ্জের ওয়েবসাইটে অফার করে থাকেন। সেসব পণ্যের বিপরীতে আসামিরা গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মূল্য সংগ্রহ করেন।

এ মামলার ২৭ জন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য মোট ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৭৯ টাকা গ্রহণ করে রশিদ দেন আসামিরা। কিন্তু পণ্য ডেলিভারি করতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে ই-অরেঞ্জ।

সব শেষে মালিকানা হস্তান্তর হওয়ার কথা বলে সব প্রকার পণ্য ডেলিভারি স্থগিত করে আসামিরা আত্মগোপন করেন।

সোনিয়া,ই-অরেঞ্জ,eorange
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend