ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

অবমুক্তির পরই ফুরিয়ে গেছে রেজারের স্মার্ট ফেস মাস্ক

অবমুক্তির পরই ফুরিয়ে গেছে রেজারের স্মার্ট ফেস মাস্ক
অবমুক্তির পরই ফুরিয়ে গেছে রেজারের স্মার্ট ফেস মাস্ক

শেষপর্যন্ত ঠিকই স্মার্ট ফেস মাস্ক অবমুক্ত করেছে নন্দিত বৈশ্বিক গেমিং ব্র্যান্ড রেজার। তবে অবমুক্তির পরই ফুরিয়ে গেছে রেজারের ‘স্টার্টার প্যাক’। এখন আবারো অপেক্ষা করতে হবে দ্বিতীয় কিস্তির ‘জেফির’ মাস্ক এর জন্য।

এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, দেড়শ’ ডলারের তিনটি প্রতিস্থাপন ফিল্টার কিটসহ রেজারের ‘স্টার্টার প্যাক’ ফুরিয়ে গেছে এরই মধ্যে। তবে মহামারীর এ সময়ে গেমারদের জন্য কার্যকরী ‘হাই-এন্ড’ সুরক্ষা কিট হিসেবে “শীঘ্রই” আসছে জেফির।

জেফরি স্মার্ট মাস্কের স্বচ্ছ্ব নকশায় জ্বলতে দেখা যাবে আরজিবি আলো। এন৯৫ ফিল্টারের সঙ্গে ডুয়াল-ফ্যান সক্রিয় বাতাস পরিশুদ্ধকরণ প্রক্রিয়ায় পরিহিতকে সুরক্ষিত রাখবে মাস্কটি। মাস্কের আলো ‘কাস্টোমাইজ’ করার জন্য রয়েছে মোবাইল অ্যাপও।

চলতি বছরের শুরুতে প্রজেক্ট হেজেল নামে কনসেপ্ট মাস্কটিকে দেখানো হয়েছিল কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে । তখনই ব্যাপক সাড়া ফেলেছিল এটি। সেটিই এখন বাজারে এসেছে ‘জেফির’ নামে।

রেজার,স্মার্ট ফেস মাস্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend