ঢাকা | মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

স্মার্টওয়াচ আনছে গুগল

স্মার্টওয়াচ আনছে গুগল
স্মার্টওয়াচ আনছে গুগল

গুগল ব্র্যান্ডেড স্মার্টওয়াচ আসছে, এমন গুজব কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। তবে সম্ভবত সেই গুজবই সত্যি হতে যাচ্ছে। আগামী বছরেই নিজেদের তৈরি প্রথম স্মার্টওয়াচ উন্মোচনের পরিকল্পনা করছে গুগল। খবর এনগ্যাজেট।

ইনসাইডারের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, গুগলের এই প্রথম স্মার্টওয়াচের কোডনেম ‘রোহান’। গোলাকার ডিসপ্লের এই ডিভাইসটি হবে চোখ জোড়ানো। থাকবে না কোনো ফিজিক্যাল বেজেল। তুলনা হিসেবে এটি অনেকটা গ্যালাক্সি ওয়াচ ৪ এর মতো হবে।

ভিতরে অনেকটা সাধারণ স্মার্টওয়াচের মতোই হবে রোহান। থাকবে হৃদস্পন্দন সেন্সর। আর এর ব্যাটারি প্রায় প্রতিদিনই চার্জ দেয়ার প্রয়োজন পড়বে। দামের দিক থেকে ফিটবিটের চেয়েও দামি হবে এটি এবং অ্যাপল ওয়াচের যোগ্য প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখা মিলতে পারে।

স্মার্টওয়াচটিতে গুগল প্ল্যাটফর্ম তথা ওয়ার ওএস ব্যবহৃত হবে। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে অবশ্য কিছু বলা হয়নি।

স্মার্টওয়াচ,গুগল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend