২০২১ সালে বিশ্বব্যাপী ৮০ লাখের অধিক ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি হয়েছে। চলতি বছরে সেটি শতগুনের বেশি প্রবৃদ্ধি প্রত্যাশা করা হচ্ছে। স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলা এবং প্রায় সকল বৃহৎ অ্যান্ড্রয়েড নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পর চলতি বছরের শেষের দিকে গুগলও ফোল্ডেবল ডিভাইসের তালিকায় যুক্ত হচ্ছে।
অ্যাপলও তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে অ্যাপলের পরিকল্পনা একটু ভিন্ন উচ্চতায়। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, কোম্পানিটি ভিন্ন ধরণের ফোল্ডেবল ডিভাইস আনার পরিকল্পনা করছে। খবর ফোন এরিনা।
ব্লুমবার্গের মার্ক গারমান তার সাপ্তাহিক পাওয়ান অন নিউজলেটারে ডিসপ্লে সাপ্লাই চেইন পরামর্শক রস ইয়াংয়ের তথ্যকে জোরালো করে তথ্য দিয়েছেন। রস ইয়াং বরাবরই তার প্রায় সকল ধারণা সত্য প্রমাণ করেছেন।
নতুন তথ্যমতে, প্রযুক্তি জায়ান্টটি ২০ ইঞ্চি স্ক্রিণের ফোল্ডেবল আইপ্যাড/ম্যাকবুক হাইব্রিড তৈরিতে কাজ করছে। ডিভাইসটি দেখতে লেনোভো থিংকপ্যাড এক্স১ ফোল্ডের মতো। ফলে এটি ক্ল্যামশেল ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। এর অর্থ ডিভাইসটিতে ফিজিক্যাল কিবোর্ড এবং ট্র্যাকপ্যাডের পরিবর্তে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করতে হবে।