ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
১৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করল স্নাইডার ইলেকট্রিক

ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করল স্নাইডার ইলেকট্রিক
ঢাকায় ‘ইনোভেশন ডে’ আয়োজন করল স্নাইডার ইলেকট্রিক

এনার্জি ম্যানেজমেন্ট এবং অটোমেশন ট্রান্সফরমেশনের গ্লোবাল লিডার স্নাইডার ইলেকট্রিক দেশের শীর্ষ ১০০ গ্রাহককে নিয়ে ঢাকায় আজ সফলভাবে ‘ইনোভেশন ডে’ আয়োজন করেছে। তথ্যপ্রযুক্তি পেশাজীবী, ডাটা সেন্টার প্রফেশনালস, সরকারি কর্মকর্তা এবং চ্যানেল পার্টনারদের নিয়ে বাংলাদেশের ক্রমর্বমান তথ্যপ্রযুক্তি অবকাঠামোর বাজার ধরতে সবশেষ পণ্য, বিভিন্ন সল্যুশনসের এবং সফটওয়্যার প্রদর্শন করা হয়। যা ব্যবসা ও শিল্পখাতে বড় ধরনের পরিবর্তন আনবে।

স্নাইডার ইলেকট্রিক’স ইনোভেশন ডে ইভেন্টের লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য একটি সহযোগী প্ল্যাটফর্ম নিয়ে আসা। সেই সঙ্গে এই শিল্পের একটি টেকসই প্রবৃদ্ধি আনার জন্য সাম্প্রতিক প্রযুক্তির ট্রেন্ডসগুলো উপস্থাপন করা।

শীর্ষ ১০০ গ্রাহক এবং একটি সফল আয়োজন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্নাইডার ইলেকট্রিক বৃহত্তর ভারতের চ্যানেল সেলস, সিকিউর পাওয়ারের ডিরেক্টর মি. স্বরূপ দাস বলেন, ‘স্নাইডার ইলেকট্রিক বাংলাদেশে আগামীতে একটি টেকসই ও দক্ষ বাংলাদেশের অপার সম্ভাবনা দেখছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, এটি বাংলাদেশে আমাদের অংশীজনদের ব্যবসার টেকসই সম্প্রসারণ এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। আমরা আমাদের গ্রাহক ও ক্রেতাদের বিশ্বমানের পণ্য ও পরিষেবা তুলে দিতে পারব বলেই প্রত্যাশা করছি।’

এই আয়োজনের মধ্যে দিয়ে স্নাইডার ইলেকট্রিক উন্মোচন করেছে ইনোভেশন হাব, যেখানে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সব পণ্য, সল্যুশনস, ডেমো এবং সফটওয়্যার প্রদর্শন করবে। সেখানে দেখানো হবে:

মাইক্রো ডাটা সেন্টার: এটি নেটওয়ার্কপ্রান্তে আরও সাশ্রয়ীভাবে মাইক্রো ডাটা সেন্টার স্থাপন করতে এবং সক্রিয়ভাবে, সহজে ও দ্রততার সঙ্গে কাজ করতে দেবে।

ইকোস্ট্রাকচার আইটি এক্সপার্ট: এটি সুদক্ষতার সঙ্গে প্রযুক্তি বিতরণ এবং স্থানীয় অত্যাধুনিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাওয়ার ও কুলিং সিস্টেম দেখাশোনার জন্য একটি অবকাঠামো ও সরঞ্জাম সরবরাহ করে।

দ্য ইজি ইউপিএস থ্রিএস: এটি আপনার ব্যবসাকে টেকসই করতে বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের মাধ্যমে ক্রমাগত ব্যবসা বৃদ্ধি করবে।

স্নাইডার ইলেকট্রিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend