ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

গুগল ডেভেলপার সম্মেলনে ট্যাব-ফোল্ডেবল স্মার্টফোনসহ একাধিক পণ্য

গুগল ডেভেলপার সম্মেলনে ট্যাব-ফোল্ডেবল স্মার্টফোনসহ একাধিক পণ্য
গুগল ডেভেলপার সম্মেলনে ট্যাব-ফোল্ডেবল স্মার্টফোনসহ একাধিক পণ্য

প্রতি বছর ডেভেলপার সম্মেলনে নতুন একাধিক পণ্য উন্মোচন করে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল। ২০২৩ সালের সম্মেলনেও এর ব্যতিক্রম হয়নি। বরং এবারের সম্মেলন নিয়ে উৎসুক ছিল গ্রাহকরা।

সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের সম্মেলনে একাধিক হার্ডওয়্যার পণ্য উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এর মধ্যে কোম্পানিটির প্রথম ফোল্ডেবল সেলফোন, ট্যাবলেট ডিভাইস অন্যতম। এছাড়া সার্চ ইঞ্জিনসহ প্রডাক্টিভিটি টুলসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার যুক্ত করার বিষয়টিও রয়েছে।

বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এসব পণ্যের ঘোষণা দেয়া হয়েছে। মূলত কোম্পানিটি এর অ্যাডভার্টাইজিং ব্যবসা থেকে মনোযোগ সরিয়ে হার্ডওয়্যারে নিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এআইনির্ভর নতুন টুলের আধিপত্য রোধে ও সার্চ ইঞ্জিনের অস্তিত্ব রক্ষায় নতুন উদ্যোগও হাতে নিয়েছে। নতুন হার্ডওয়্যার পণ্য উন্মোচনের আগে এআই ফিচার নিয়ে ৯০ মিনিটের টিজারও দেখিয়েছে গুগল।

২০২৩ সালের ডেভেলপার সম্মেলনে নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে গুগল। অন্যান্য ফোল্ডেবল ডিভাইসের মতো পিক্সেল ফোল্ডেও ভার্টিকল হিঞ্জ ব্যবহার করা হয়েছে। তবে গুগলের দাবি, পিক্সেল ফোল্ডেবলের ভাঁজ সবচেয়ে সরু। এর মূল্য ১ হাজার ৭৯৯ ডলার। গুগলের প্রডাক্ট ম্যানেজার জর্জ হোয়াং বলেন, ‘স্পিকার থেকে শুরু করে ব্যাটারি ও হেপটিকসের উন্নয়নে উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়েছে।’

পিক্সেল ফোল্ডটি যেকোনো সাধারণ সেলফোনের মতোই। আনফোল্ড করার পর এটি ৭ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লেতে রূপান্তরিত হয়। গুগলের বিবৃতি অনুযায়ী, হিঞ্জ মেকানিজম সম্পূর্ণভাবে ডিসপ্লের নিচে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ডিভাইসের পুরুত্ব অনেকটাই কম। এ ডিভাইসে লং এক্সপোজার, আনব্লার, ম্যাজিক ইরেজারের মতো গুরুত্বপূর্ণ টুলস রয়েছে। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও জাপানে পিক্সেল ফোল্ড ডিভাইস পাওয়া যাবে।

পিক্সেল স্মার্টফোন ক্যাটাগরিতে ৭এ নামের নতুন সংস্করণও উন্মোচন করেছে। এটি ৭ ও ৭ প্রোর মতোই অনেকটা। পেছনেও একই ধরনের ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে। তবে গুগলের প্রচারণা অনুযায়ী এর ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারি লাইফে পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন ৭এতে গুগলের টেনসর জি২ প্রসেসর ও টাইটান এম২ সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে। যেগুলো উন্নত প্রসেসিং সক্ষমতার পাশাপাশি একাধিক এআই ফিচার ব্যবহারের সুবিধা দেবে। পাশাপাশি এ সিরিজের ডিভাইসে প্রথমবারের মতো ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে।

পিক্সেল স্মার্টফোনগুলোর ক্যামেরা সবসময়ই ভালো থাকে। ৭এতেও এর ব্যতিক্রম হয়নি। এতে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা দেয়া হয়েছে। এর মাধ্যমে কম আলোতেও উন্নতমানের ছবি ধারণ করা যাবে। এছাড়া ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। প্রথমবারের মতো সব ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও ধারণ করা যাবে। সেলফোনের পাশাপাশি অন্যান্য হার্ডওয়্যার লাইনআপও আপডেট করেছে গুগল। সম্মেলনে পিক্সেল ট্যাবলেটও উন্মোচন করেছে গুগল। আগামী ২০ জুন থেকে ৪৯৯ ডলারে ট্যাবটি গ্রাহক কিনতে পারবে।

হার্ডওয়্যারের পাশাপাশি গুগল সার্চ ইঞ্জিনে এআই চ্যাট ফিচার আনতেও কাজ করছে গুগল। কোম্পানিটি জানায়, গুগল সার্চে নতুন পরিবর্তন আনা হচ্ছে। ফলে গ্রাহকরা কোনো কিছুর সন্ধান করলে এআইনির্ভর চ্যাটবট দ্রুত সময়ের মধ্যে সেগুলোর উত্তর দেবে। নতুন আপডেটের মাধ্যমে গুগল সার্চের রেজাল্ট আরো পরিপূর্ণতা পাবে বলে আশা সংশ্লিষ্টদের। বর্তমানে প্রচলিত চ্যাটবট বার্ডেও প্রবেশাধিকার বাড়িয়েছে গুগল। সার্চ ইঞ্জিনের বাইরেও এটি খসড়া গদ্য লেখতে, বন্ধুর বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজনসহ যেকোনো পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে। বার্ডের এক্সটেনশনও আনবে গুগল। জি-মেইল, শিটস, ডকসে এটি ব্যবহার করা যাবে। এছাড়া গুগল পাম ২ ল্যাঙ্গুয়েজ মডেল ঘোষণা করেছে।

গুগল ডেভেলপার সম্মেলনে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend