ঢাকা | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার

ইমিকি ব্র্যান্ডের স্মার্টওয়াচ ও ইয়ারফোন আনল মোশন ভিউ

ইমিকি ব্র্যান্ডের স্মার্টওয়াচ ও ইয়ারফোন আনল মোশন ভিউ
ইমিকি ব্র্যান্ডের স্মার্টওয়াচ ও ইয়ারফোন আনল মোশন ভিউ

দেশের বাজারে ইমিকি ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচ ও ইয়ারফোন এবং ইমিল্যাব ও কিসিলেক্ট ব্র্যান্ডর স্মার্টওয়াচ এনেছে বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। সম্প্রতি ফেসবুক লাইভে এসে দেশের বাজারে পণ্যগুলোর উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ইমিকি এসটি-১, ইমিল্যাব ডাব্লিউ-১৩ ও কিসিলেক্ট কেএস প্রো মডেলের স্মার্টওয়াচ এবং ইমিকি টি-১৩ ট্রু ওয়্যারলেস ইয়ারফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া লাইভে দর্শকদের মধ্যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

ইমিকি এসটি-১ স্মার্টওয়াচ

ইমিকির স্মার্টওয়াচে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চির বর্গাকার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ৩৬৮*৪৪৮ পিক্সেল। স্মার্টওয়াচের ডিসেপ্লটিতে ১০০টি ভিন্ন ওয়াচফেইস ব্যবহার করে পছন্দসইভাবে সাজিয়ে নেয়ার সুযোগ রয়েছে। ৩২০ পিক্সেল ইঞ্চির ডিসপ্লের ব্রাইটনেস ৫০০ নিটস হওয়ায় সূর্যের আলোতে দেখতে কোনো সমস্যা হয় না। ঘড়িটিতে স্মার্ট কলিং ফিচারে সরাসরি কল করা ও কল রিভিস করা যাবে; দেখা যাবে সব নোটিফিকেশনও। ২৬০ এমএএইচ ব্যাটারি ৭ দিনের ব্যাকআপ নিশ্চিত করবে, স্ট্যান্ডবাই মোডে চলবে ৩০ দিন। ১০০টি ভিন্ন স্পোর্টস মোডের পাশাপাশি রিয়েলটাইম হার্ট রেইট মনিটর, ব্লাডে অক্সিজেন, স্লিপ ট্রাক্যারের মতো ফিচার রয়েছে ডিভাইসটিতে। আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ১.৫ মিটার পানির নিচ পর্যন্ত ঘড়িটির কার্যকারিতা রক্ষা করবে। ১ বছরের ওয়ারেন্টিসহ ইমিকি এসটি-১ স্মার্টওয়াচটি কেনা যাবে ৪ হাজার ৪৯০ টাকায়।

ইমিকি টি-১৩

ইমিকি ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটির দাম ১ হাজার ৫৯০ টাকা। ৮ মিলিমিটার ডাইনামিক ড্রাইভারের ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি ব্যবহার করায় ১০ মিটার দূর পর্যন্ত এটির সংযোগ পাওয়া যাবে। কেইসে ৪৮০ এমএএইচ ব্যাটারি সি টাইপ চার্জিং পোর্টে কেইসটি একবার ফুল চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়। কেইস থেকে ইয়ারফোন চার্জ হতে সময় লাগবে ১ ঘণ্টা। আর একবার ইয়ারফোন চার্জে টানা ৪-৪.৫ ঘণ্টা চলবে। ইয়ারফোনটিতে রয়েছে ৩ মাসের ওয়ারেন্টি।

ইমিল্যাব ডাব্লিউ-১৩

ইমিল্যাব ডাব্লিউ-১৩ স্মার্টওয়াচে ম্যাগনেটিক ও সিলিকন দুইটি ভিন্ন ধরনের স্ট্রাপ পাওয়া যাবে। এটিতে ১.৪৩ ইঞ্চির গোলাকার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, সঙ্গে থাকছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) ফিচার। স্মার্ট ব্লুটুথ কলিং, শতাধিক স্পোর্টস মোড, হেলথ ও ফিটনেস ট্রাকিংয়ের নানা ফিচার যুক্ত স্মার্টওয়াচটি পাওয়া যাবে ৫ হাজার ৫৯০ টাকায়। সঙ্গে ১ বছরের ওয়ারেন্টি রয়েছে।

কিসিলেক্ট কেএস প্রো

স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০১ ইঞ্চির স্লিম মেটাল অ্যামোলেড ডিসপ্লে। চারকোণা ডিসেপ্লটি স্পিল্ট হওয়ায় দুটি একইসঙ্গে দুটি অংশে ভাগ করে কাজ করা যায়। ১০০টির বেশি স্পোর্টস মোডের স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে আইপি৬৮ গ্রেড ওয়াটার রেজিস্ট্যান্স। ৩০০ এমএএইচ ব্যাটারি দেবে দীর্ঘ ব্যাকআপ। ব্লুটুথ ৫.২ থাকায় সহজেই এবং ল্যাগ ছাড়া স্মার্টওয়াচটিতেই কথা বলা যাবে ফোন রিসিভ করে। ঘুমের পরিমাণ, হার্টরেট, অক্সিজেন মনিটরসহ বিভিন্ন স্বাস্থ্য সম্পর্তিক ফিচার দেওয়া হয়েছে ডিভাইসটিতে। ১৪টি ভাষা সাপোর্ট করা কিসিলেক্ট কেএস প্রো অ্যান্ড্রয়েড ও আইওএস সাপোর্ট করে। ডিভাইসটির দাম মাত্র ৭১২০ টাকা।

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৪৫টি ব্র্যান্ড আউটলেট, ২ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

ইমিকি,স্মার্টওয়াচ,ইয়ারফোন,মোশন ভিউ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend