ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
১৬ °সে
|
বাংলা কনভার্টার

বাজারে এলো কিউডি AC1200 সিরিজের নতুন রাউটার WR1300E

বাজারে এলো কিউডি AC1200 সিরিজের নতুন রাউটার WR1300E
বাজারে এলো কিউডি AC1200 সিরিজের নতুন রাউটার WR1300E

বাজারে এলো কিউডি এর AC1200 সিরিজের নতুন রাউটার WR13000E, যেটাকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আপনার বাসা বাড়িতে কিংবা ছোটো অফিসে ১০০০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট সংযোগ সহ দরকারী ওয়াই-ফাই নেটওয়ার্ককে সুষ্টভাবে পরিচালনা করার জন্য।

কিঊডি এর - WR1300E এই রাউটার টি আসে AC1200 সিরিজের ওয়াই-ফাই এর ক্ষমতার সাথে। এটি ডুইয়েল ব্যান্ড সাপোর্টেড রাউটার হওয়ায় এটি ৫ গেগাহারটজ-এ সর্বোচ্চ ৮৬৭ মেগাবাইট এবং ২.৪ গেগাহারটজ-এ সর্বোচ্চ -এ ৩০০ মেগাবাইট পর্যন্ত দ্রুত ওয়াই-ফাই গতি সরবরাহ করে, যেটা এই রাউটারটিকে অনলাইন গেমিং, এইচ-ডি বা ফোর-কে রেজোলিউশনে ভিডিও স্ট্রিমিং এবং ব্রাউজিং এর মতো কার্যক্রমের জন্য আদর্শ করে তোলে।

রাউটারটির ভালোমানের ওয়াই-ফাই এর ক্ষমতা ছাড়াও এই রাউটারটিতে উপস্থিত রয়েছে তিনটি গিগাবিট পোর্ট, যেটা ব্যাবহারকারীদের তারের মাধ্যমে সংযুক্ত ডিভাইস সমূহে গিগাবিট স্পীড প্রদান করতে সক্ষম করে। এছাড়াও প্রচুর পরিমাণে ডেটা কার্যকরভাবে পরিচালনা করার জন্য রাউটির ভেতর উপস্থিত রয়েছে ডুয়েল কোর প্রসেসর, ৮ এমবি ফ্ল্যাশ এবং 128 এমবি র‍্যাম।

এছাড়াও রাউটারটির এ্যডভান্স ফিচার হিসাবে এটিতে প্রদান করা হয়েছে PPTP/L2TP ভিপিএন সার্ভার এবং ক্লাইন্ট ফিচার, যেগুলো WR1300E এই রাউটারটিকে দূরবর্তী নেটওয়ার্কগুলির মধ্য ভার্চুয়ালি নিরাপদ সংযোগ স্থাপনের সুযোগ দিয়ে থাকে।

কিউডি এর প্রতিটি রাউটারে রয়েছে এর সাথে সংযুক্ত নির্বাচিত ক্লায়েন্টদের অনলাইন সময়কাল পরিচালনার ক্ষমতা। রাউটারটির এই বৈশিষ্ট্যটি অভিভাবকদের জন্য সুবিধাজনক যারা ঘুমের সময় তাদের সন্তানদের ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করতে চান। এছাড়াও কিউডির এই রাউটারটিতে রয়েছে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক স্ট্যাটাস প্যানেল, যেটি থ্রুপুট গ্রাফ এবং সংযুক্ত ক্লায়েন্ট প্রদর্শন করে। এছাড়াও রয়েছে রিয়েল-টাইম মনিটরিং প্রদান করার ক্ষমতা এবং দ্রুত নেটওয়ার্ক সমস্যা সমাধানের সক্ষমতা।

রাউটারটির বাহ্যিক ডিজাইন কিংবা এটির গায়ের রঙের ব্যাপারে বলতে গেলে ,এই রাউটার টি সাদা-ক্রিমের রঙে কোটিং করা। এবং হিট রিলিসিং সিস্টেম এর জন্য পর্যাপ্ত পরিমানে ব্রিদিং ডেন্ট প্যাটার্ন ডিজাইন দেওয়া আছে রাউটার টিতে।

এখানে WR1300E রাউটার টির কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন বা ফিচার উল্লেখ করা হলো –

১. AC1200 এর ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ফিচার

5 GHz এ 867 Mbps পর্যন্ত

2.4 GHz এ 300 Mbps পর্যন্ত

২. ৮ মেগাবাইটের ফ্ল্যাশ এবং ১২৮ মেগাবাইটের র‍্যাম

৩. ৩টি গিগাবিট ইথ্যারনেট পোর্ট

৪. ৪ টি ৫ ডিবিয়াই হাই গেইন এ্যন্টিনা

৫. ভিপিএন সার্ভার এবং ক্লাইন্ট

৬. 4-IN-1 মোডঃ Router/Access Point/Repeater/WISP

যারা সাশ্রয়ী মূল্যে খুবি ভালো মানের নির্ভরযোগ্য একটি রাউটার খুঁজছেন তারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন CUDY AC1200 এর WR1300E গিগাবিট ওয়াই-ফাই রাউটার।

পুরো দেশজুড়ে কিউডি ব্রান্ডের সকল পন্য সহ এই রাউটারটির একমাত্র পরিবেশক হলো গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। তো আর দেরী কিসের? সাশ্রয়ী মূল্যে এই রাউটার টি পেতে এক্ষুণী ভিজিট করুন গ্লোবাল ব্রান্ড এর অফিসিয়াল ওয়েব সাইট কিংবা চলে যান আপনার নিকতস্থ যেকোনো অথরাইজড ডিলার হাউজে। এবং উপভোগ করুন দেশের সব থেকে ভালো নেটওয়ার্কিং ব্রান্ড কিউডি এর অসাধারন এই রাউটারটি।

কিউডি,AC1200,রাউটার,WR1300E
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend