ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ |
৩৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

ব্লটুথ অটো অন ফিচার আসছে অ্যান্ড্রয়েড ১৫ তে

ব্লটুথ অটো অন ফিচার আসছে অ্যান্ড্রয়েড ১৫ তে
ব্লটুথ অটো অন ফিচার আসছে অ্যান্ড্রয়েড ১৫ তে

চলতি বছরের ডেভেলপার সম্মেলনে অ্যান্ড্রয়েড ভার্সন ১৫ উন্মোচন করবে গুগল। এ ভার্সনে বেশ কিছু নতুন ফিচারও যুক্ত হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে ব্লটুথ অটো অন ফিচার। অর্থাৎ ডিভাইস বন্ধ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ সংযোগ চালু থাকবে। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।

ফিচারটি ডিভাইসের মেমোরিতে ব্লুটুথ সংকেত সংরক্ষণ করে থাকে। যার পরিপ্রেক্ষিতে ডিভাইস বন্ধ করে দেয়া হলেও এটি কাজ করবে। এর মাধ্যমে হারানো বা চুরি যাওয়া ডিভাইস সহজেই খুঁজে পাওয়া যাবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৫ ডেভেলপার প্রিভিউ টু কোডে ব্লুটুথ অটো-অন ফিচারটি খুঁজে বের করেছে অ্যান্ড্রয়েড অথরিটি প্রযুক্তি ওয়েবসাইট। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ চালু করতে পারে। কুইক শেয়ার ও ফাইন্ড মাই ডিভাইসের মতো গুগল অ্যাপগুলোর জন্য ব্লুটুথ প্রয়োজন হয়ে থাকে। তাই এ ফিচারটি কোনো ব্যবহারকারী ব্লুটুথ বন্ধ করার পরেও স্বয়ংক্রিয়ভাবে তা পুনরায় চালু করতে পারবে।

প্রাথমিক পর্যায়ে কেবল সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো ব্লুটুথ অটো-অন চালু করতে পারবে। তবে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো অনুমতি ছাড়া ব্লুটুথ নিয়ন্ত্রণ করতে পারবে না। নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটি (এপিআই) পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনের কাজ করবে।

অটো-অন ফিচারটি যেকোনো অযাচিত ব্লুটুথ ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ সমস্যার সমাধান করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

ব্লটুথ,ব্লটুথ অটো অন,অ্যান্ড্রয়েড ১৫
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend