ঢাকা | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাজারে এল ডেল ল্যাটিটিউড সিরিজের নতুন ল্যাপটপ

বাজারে এল ডেল ল্যাটিটিউড সিরিজের নতুন ল্যাপটপ
বাজারে এল ডেল ল্যাটিটিউড সিরিজের নতুন ল্যাপটপ

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত ডেল বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে এনেছে ১৩ প্রজন্মের ডেল ল্যাটিটিউড ৭৪৪০ সিরিজের কোর-আইসেভেন ল্যাপটপ।

১৪ ইঞ্চি ফুল এইচডি(১৯২০ X ১০৮০)পি এন্টি গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৫.০ গিগাহার্জ ইন্টেল কোর আইসেভেন-১৩৫৫ইউ প্রসেসর, ইন্টেগ্রেটেড ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স, ৫১২ জিবি এনভিএমই এসএসডি এবং ১৬ জিবি অনবোর্ড ডিডিআর ফাইভ সোলডার্ড র‍্যাম।

এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার, প্রাইভেসি শাটারযুক্ত ১০৮০পি এইচডি ওয়য়েবক্যাম, টিপিএম ২.০ সিকিউরিটি চিপ, ব্যাকলিড কি-বোর্ড, ৪ টি স্টেরিও স্পিকারস, ব্লুটুথ ৫.৩ এবং ওয়য়াইফাই সহ আরো অনেক ফিচার।

ডিউরেবেলিটি এবং লুক নিশ্চিত করতে এই ল্যাপটপের সম্পূর্ণ বডি তে ব্যাবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৩ কেজি এবং এটির সাথে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জার।

১৮৮০০০ টাকায় সম্পূর্ণ ৩ বছরের ব্রান্ড ওয়্যারেন্টিসহ ডেল এর এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড-এর সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

ডেল ল্যাটিটিউড,ল্যাপটপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend