ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

গ্রাফিক্স কার্ডসহ প্রথম রাইজেন ৫০০০ সিপিইউ আনলো এএমডি

গ্রাফিক্স কার্ডসহ প্রথম রাইজেন ৫০০০ সিপিইউ আনলো এএমডি
গ্রাফিক্স কার্ডসহ প্রথম রাইজেন ৫০০০ সিপিইউ আনলো এএমডি

অবশেষে ৪০০০জি সিরিজের এপিইউ এর পরবর্তী সংস্করণ এলা। যাদের গ্রাফিক্স কার্ডসহ পিসি দরকার তাদের জন্য এটি বেশ সুখবর।

নতুন রাইজের ৫০০জি সিরিজের এই সিপিইতে রয়েছে সর্বোচ্চ ভেগা ৮ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। ফলে ডেডিকেটেড ভিডিও কার্ড ছাড়া ব্যবহারকারীরা পর্যাপ্ত জিপিইউ পারফরমেন্স পাবেন। খবর এনগ্যাজেট।

প্রাথমিক মডেলগুলোকে ফোর-কোর রাইজেন ৩ চিপস, সিক্স-কোর রাইজেন ৫ মডেল ও এইট-কোর রাইজেন ৭ পার্ট-এ ভাগ করা হয়েছে।

এএমডি দাবি করেছে, সিরিজের অন্যতম মডেল ৫৭০০জি সিপিইউটি ইন্টেলের কোর আই৭-১০৭০০ এর চেয়ে ৩৫ থেকে ৮০ গুন দ্রুতগতিতে কাজের সুযোগ দেবে। গেমারদের সুবিধার জন্য এতে সর্বাধুনিক গেমগুলো চলার সুবিধা আনা হয়েছে।

এএমডি,রাইজেন ৫০০০
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend