ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

পেনড্রাইভে রাখা যাবে প্লেস্টেশন ৫ এর গেম

পেনড্রাইভে রাখা যাবে প্লেস্টেশন ৫ এর গেম
পেনড্রাইভে রাখা যাবে প্লেস্টেশন ৫ এর গেম

আজ উন্মোচিত হচ্ছে প্লেস্টেশন ৫ কনসোলের বড় ধরণের প্রথম কোনো সফটওয়্যার আপডেট। বেশকিছু নতুন ফিচারের পাশাপাশি এতে যুক্ত হয়েছে বহুল আকাঙ্খিত ইউএসবি স্টোরেজ সাপোর্ট সুবিধা। খবর এনগ্যাজেট।

নতুন এই ফিচারের ফলে গেমাররা তাদের পিএস৫ এর গেম সংযুক্ত ইউএসবি স্টোরেজ ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। ঐ ড্রাইভ থেকে গেম খেলা না গেলেও আর্কাইভ হিসেবে রাখার জন্য এটি বেশ সহায়ক হবে।

আপনার যদি ভবিষ্যৎ-এ আর্কাইভ রাখা গেমের প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করার চেয়ে বরং দ্রুতই ড্রাউভ থেকে পিএস৫ এ ট্রান্সফার করা যাবে।

আরেকটি বড় ফিচার হলো ক্রস-জেনারেশন শেয়ার প্লে। এই ফিচারের কারণে পিএস৫ ব্যবহারকারীরা তাদের গেমে যুক্ত হওয়ার জন্য পিএস৪ ব্যবহারকারীকেও আমন্ত্রণ জানাতে পারবে।

আইওএস এবং অ্যান্ড্রয়েডে সনি তাদের প্লেস্টেশন অ্যাপ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। কিছুদিনের মধ্যে অ্যাপটি আপডেট হবে। অ্যাপটিতে মাল্টিপ্লেয়ার সেশনে যুক্ত হওয়া, পিএস৫ কনসোল স্টোরেজ ব্যবস্থাপনা, বন্ধুদের সাথে ট্রফির তুলনাসহ বেশকিছু নতুন ফিচার আনা হচ্ছে।

প্লেস্টেশন ৫
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend