দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং আগামী সপ্তাহেই তাদের নতুন স্মার্ট টিভি সিরিজ বাজারে আনতে চলেছে। এই টিভি সিরিজের নাম হতে পারে Samsung Neo QLED TV। রিপোর্ট অনুযায়ী, টিভিগুলি বিভিন্ন স্ক্রিন সাইজের সাথে আসবে, যেগুলি হল ৪৩ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চির মধ্যে থাকবে।
কোম্পানি জানিয়েছে, এই টিভিগুলিতে ‘SpaceFit Sound’ ফিচার থাকবে, যা ক্রেতাকে কাস্টমাইজ সাউন্ড এক্সপেরিয়েন্স অফার করবে। এছাড়াও Samsung Neo QLED TV টিভিরগুলিতে সদ্য ভারতে লঞ্চ হওয়া Samsung TV Plus পরিষেবা সাপোর্ট করবে।
প্রসঙ্গত, CES ২০২১ টেক ইভেন্টে স্যামসাং, মিনি এলইডি ব্যাকলাইটিং টেকনোলজির সামনে এনেছিল। আসন্ন টিভিগুলিতে এই টেকনোলজির ব্যবহার আমরা দেখতে পারি।
এছাড়াও আমাদের অনুমান, এই টিভিগুলি ১২০ এফপিএস এর হাই রিফ্রেশ রেট এবং লো ৫.৮এমএস রেসপন্স টাইম সহ আসবে। এই টিভিগুলির স্ক্রিন 4K ও 8K রেজোলিউশন অফার করতে পারে।