ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

চীনের স্মার্টফোন নির্মাতাদের ফোল্ডেবল প্যানেল দেবে স্যামসাং

চীনের স্মার্টফোন নির্মাতাদের ফোল্ডেবল প্যানেল দেবে স্যামসাং
চীনের স্মার্টফোন নির্মাতাদের ফোল্ডেবল প্যানেল দেবে স্যামসাং

চীনের নির্বাচিত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে ফোল্ডেবল ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং ডিসপ্লে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই ডিসপ্লে সরবরাহ শুরু হতে পারে এবং বছরের শেষ নাগাদ ১০ লাখ ইউনিট ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং।

নতুন এই চুক্তির ফলে ২০২১ সালের দ্বিতীয়ার্ধেই আমরা বেশকিছু ফোল্ডেবল ফোনের ঘোষণা শুনতে পারবো। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, অপো এবং ভিভো স্যামসাংয়ের ফোল্ডেবল প্যানেলের ফোন উন্মোচন করবে। অন্যরাও এক পথে হাটতে পারে।

স্যামসাং তাদের জেড ফোল্ডের বল দীর্ঘ হরাইজনটাল ফোল্ডিং স্ক্রিণ এবং ছোট ভার্টিক্যাল ফোল্ডিং স্ক্রিণ সরবরাহ করবে বলে জানা গেছে। বর্তমানে স্যামসাং ডিসপ্লের ফোল্ডেবল প্যানেলের একমাত্র ক্রেতা স্যামসাং ইলেকট্রোনিক্স। গত কয়েক বছরে অন্য ক্রেতাদেরকেও এই তালিকায় যুক্ত করার চেষ্টা করছে এসডি। তবে পরিকল্পনা মতো সব ঘটেনি।

হুয়াওয়ে একসময় স্যামসাং ডিসপ্লের ক্রেতা হতে তৈরি হচ্ছিলো, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সেটি ভেস্তে গেছে। পরবর্তীতে হুয়াওয়ে বিওই এর ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার শুরু করে।

চীনের স্মার্টফোন নির্মাতাদের ফোল্ডেবল প্যানেল দেবে স্যামসাং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend