২০৫১ সালের পটভূমিতে আসছে ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে বহুল জনপ্রিয় মোবাইল গেম পাবজি’র নতুন কিস্তি। একসঙ্গে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে অভিষেক ঘটবে ‘পাবজি: নিউ স্টেট’গেমটির। একযোগে দুইশ’টি দেশের ১৭টি ভাষায় উন্মুক্ত হতে যাচ্ছে গেমটি।
প্লেয়ার্স আননৌন ব্যাটলগ্রাউন্ডের এই গেমটির প্রকাশক ক্র্যাফটন জানিয়েছে, নতুন কিস্তিতে মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল ফর্মুলায় আলাদা মাত্রা যোগ করতে থাকছে ‘উইপন কাস্টমাইজেশন’ এবং ‘ইন-গেম ড্রোন’।
দ্য ভার্জ এর তথ্য মতে, ‘পাবজি: নিউ স্টেট’-এর পেছনে কাজ করেছেন পাবজি স্টুডিওর নির্মাতারাই।
মোবাইল গেমের বাজারে নিজেদের ‘প্রথম অভিযান’ প্রসঙ্গে পাবজি স্টুডিও জানিয়েছে, ‘চিটিং’ ঠেকাতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা যোগ হয়েছে গেমটিতে। পরবর্তীতে উদ্বুদ্ধ কোনো জটিলতা মোকাবেলায় মোবাইল গেমার কমিউনিটির উপর সজাগ দৃষ্টি রাখার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভার্জ জানিয়েছে, পাবজির প্রথম কিস্তির মতো নতুনটিও মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল ফর্মুলা কেন্দ্রিক হবে। ‘নিউ স্টেট’ উন্মোচনের একদম শুরু থেকেই চারটি ম্যাপে খেলার সুযোগ পাবেন একজন গেমার। এরমধ্যে বহুল জনপ্রিয় ‘ইরাঙ্গল’ ম্যাপটিও থাকবে বলে নিশ্চিত করেছে পাবজি স্টুডিও। পাশাপাশি নিয়মিত নতুন কন্টেন্ট যোগ করার আশ্বাসও দিয়েছেন নির্মাতারা।