ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

জাপানি ভিডিও গেমের চরিত্রে মেহজাবিন

জাপানি ভিডিও গেমের চরিত্রে মেহজাবিন
জাপানি ভিডিও গেমের চরিত্রে মেহজাবিন

বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি সারা বছর নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি নতুন এক সাজে দেখা গেলো এই তারকাকে। নীল রঙের চুলে দারুণ লুকের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেত্রী।অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যোদ্ধাদের রাজা ৯৬।’

যারা ভিডিও গেমস খেলেন তারাই কেবল বুঝতে পারবে মেহজাবিনের ক্যাপশনের মানে। লিওনা হেইদারন জাপানের তৈরি ভিডিও গেম। গেমসের লিওনা হেয়দারন একটি কাল্পনিক চরিত্র।

নানা চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্ত লক্ষে পৌঁছান তিনি। টানটান উত্তেজনায় ভিডিও গেমটির প্রাণ লিওনা।জানা গেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টিল ছবি এটি। যে বিজ্ঞাপনে মেহজাবিনকে লিওনা হেইদারনের চরিত্রে দেখা যাবে।

এদিকে মেহজাবিন ক’দিন আগেই কক্সবাজার থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কক্সবাজারে পরিবারের সঙ্গে সময় পার করেছেন তিনি। করোনা ও শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব কমই ছুটি পাওয়া হয় তার। তবে এবারের ছুটিটা প্রাণভরে উপভোগ করেছেন তিনি।

ভিডিও গেম,মেহজাবিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend