ঢাকা | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ |
৩০ °সে
|
বাংলা কনভার্টার
walton

১৫ নভেম্বর বন্ধ হচ্ছে ফোর্টনাইটের চীনা সংস্করণ

১৫ নভেম্বর বন্ধ হচ্ছে ফোর্টনাইটের চীনা সংস্করণ
১৫ নভেম্বর বন্ধ হচ্ছে ফোর্টনাইটের চীনা সংস্করণ

কোনো কারণ দর্শানো ছাড়াই ফোর্টনাইটের চীনা সংস্করণ বন্ধের ঘোষণা দিয়েছে এপিক গেমস ও টেনসেন্ট। আগামী ১৫ নভেম্বর থেকে আগ্রহী কেউ এই গেমের জন্য নিবন্ধন করতে পারবে না। গেমটি ডাউনলোডের সুযোগ থাকছে না। একইসাথে সার্ভারও বন্ধ করে দেয়া হবে। সোমবার ব্যাটল রয়েলসের চীনা ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। খবর এনগ্যাজেট।

ওয়েবসাইটে বলা হয়, “চীনা ফোর্টনাইটের পরীক্ষার সময় শেষ হয়েছে। শিগগিরই আমরা সার্ভার বন্ধ করে দিবো”। তবে সেখানে গেমটি বন্ধের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ফোর্টনাইটের চীনা সংস্করণে আলাদা স্বাস্থ্য বার হয়েছে। দীর্ঘ সময় টিকে থাকলে ভিক্টোরি রয়েল অর্জনেরও সুযোগ রয়েছে খেলোয়াড়দের। চীনে ফোর্টনাইটের কী পরিমান খেলোয়াড় রয়েছে সেটি এখনও পরিস্কার নয়, কারণ আনুষ্ঠানিকভাবে কখনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রায় দুই বছর ধরে চীনা ফোর্টনাটের বেটা পরীক্ষা চলছে। সরকারের পক্ষ থেকে গেমটির প্রকাশক টেনসেন্টকে গেমটির জন্য অনুমোদনও দেয়া হয়নি। ফলে টেনসেন্ট ইন-অ্যাপ ট্রানজেকশনের মাধ্যমে ফোর্টনাইটকে মনিটাইজ করতে পারেনি।

ফোর্টনাইট,fortnite
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend