উদ্বোধনের পর থেকে সনি পর্যাপ্ত প্লেস্টেশন ৫ স্টকে রেখেছে এমনটি মনে হয়নি। তারপরেও ২০২০ সালে ৪৫ লাখের অধিক কনসোল বিক্রি করেছে কোম্পানিটি।
এই বিশাল পরিমান বিক্রির মধ্যে ১৪ লাখ পিএস৪ ডিভাইসও রয়েছে। এর মাধ্যমে ২০২০ সালে সনির গেমিং ব্যবসায় ইতিহাসের সেরা বছর পার করেছে। ২০১৯ সালে তুলনায় গত বছরে বিক্রি বেড়েছে ৪০ শতাংশ। আয় হয়েছে ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।
লাভের পরিমানও বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ২০২০ সালে এই খাত থেকে ৭৬৩ মিলিয়ন ডলার লাভ করেছে সনি। এছাড়া প্লেস্টেশন প্লাস সাবস্ক্রিপশন এবং অন্যান্য নেটওয়ার্কে ৯ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। হার্ডওয়্যারের থেকে গেম বিক্রির পরিমান দ্বিগুন ছিলো গত বছরে।