ঢাকা | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

এবারো হচ্ছে না ইথ্রী গেমিং এক্সপো

এবারো হচ্ছে না ইথ্রী গেমিং এক্সপো
এবারো হচ্ছে না ইথ্রী গেমিং এক্সপো

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ইথ্রী গেমিং এক্সপো। তবে টানা তৃতীয় বছরেও বাতিল করা হয়েছে এই আয়োজন।

কোভিড-১৯-এর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রদর্শক ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট সফটওয়্যার অ্যাসোসিয়েশন (ইএসএ)।

তবে এ বছর ডিজিটাল আয়োজনটি অনুষ্ঠিত হবে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি ইএসএ।

ইএসএ শুধু বলেছে, ‘তারাইথ্রী-এর ভবিষ্যৎ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা দেওয়ার আশা করছে।’ ১৯৫৫ সাল থেকে ইথ্রী বাজারে নতুন গেম ছাড়ার মোক্ষম সময় হিসেবে বিচেনা করে আসছিলো নির্মাতারা।

এই গেমিং সম্মেলনেই নিনটেনডো ওয়াই প্রথম দেখানো হয়েছিল, প্লেস্টেশন-৪-এর ঘোষণা এসেছিল এবং হ্যালো-২-এর মতো ক্লাসিক গেমগুলো প্রকাশিত হয়েছিল।

তবে করোনা পরিস্থিতির কারণেই ২০২০ ও ২০২১ আসর বাতিল করা হয়েছিলো। অবশ্য গতবছর নিনটেনডো, এক্সবক্স, কোনামি ও ইউবিসফটের মতো গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজনটি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল এবং গেমপ্রেমীরা অনলাইন প্রদর্শনী, ট্রেলার ও প্রিভিউ পণ্য দেখার অনুমতি পেয়েছিল।

কিন্তু এবার আগে ভাগেই ফিজিক্যাল ইভেন্ট বাতিল করা হলেও ভার্চুয়াল ইভেন্টের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ফলে এই সম্মেলনের ভবিষ্যৎ নিয়েএই এখবন প্রশ্ন তুলতে শুরু করেছে কেউ কেউ। কেননা গত কয়েক বছর ধরে ইথ্রী সম্মেলনের প্রভাব কমতে শুরু করেছে।

কারণ ইলেকট্রনিক আর্টস ও প্লেস্টেশনের নির্মাতা সনির মতো বড় গেমিং প্রতিষ্ঠানগুলো এ রকম আয়োজনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইথ্রী,গেমিং,এক্সপো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend