বিল্ট ইন মাইক্রোফোনসহ একটি অত্যাধুনিক মাস্ক তৈরি করেছে গেইমিং কোম্পানি রেজার। ট্রান্সপারেন্ট হওয়ায় মাস্কে ঢাকা থাকলেও চেহারা দেখা যাবে।
ফলে মাইক্রোফোনের পাশাপাশি ঠোঁট নাড়ানো দেখে সহজেই বোঝা যাবে কে কী বলছেন। এতে অ্যাক্টিভ ভেন্টিলেশন সুবিধাও থাকবে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এতে থাকবে লো লাইট মোড। অর্থাৎ রাতের বেলা মাস্কের মধ্যে লাইট জ্বলবে। সিলিকন ফিটিং থাকায় বারবার মুখে হাতও দেওয়া যাবে না।
এন৯৫ এর সমগোত্রীয় এখনই মাস্কটি বাজারে আসবে না। ভেন্টিলেটরের স্থায়ীত্ব ও ফিল্টার বদলানোর ব্যাপারে আরও গবেষণা করবে রেজার। সাধারণ মানুষ মাস্কটি কিনতে আগ্রহী হবে কিনা তাও যাচাই করবে কোম্পানিটি।
অনলাইনে চলছে ইলেক্ট্রনিক কনজিউমার শো (সিইএস)। সেখানেই মাস্কটি প্রদর্শন করে গেইমিং কোম্পানি রেজার।