আগামী ১৫ মার্চ থেকে ফিফা ২৩ গেমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ন্যাশনাল উইমেন’স সকার লিগ (এনডব্লিউএসএল)’। গেমটির ‘কিক অফ’ গেইম মোডে পাওয়া যাবে নারী ফুটবল লিগের ১২টি সফল দলকে। এ ছাড়া, গেমের টুর্নামেন্ট মোড, অনলাইন সিজন ও ফ্রেন্ডলি ম্যাচেও তাদের পাওয়া যাবে। বর্তমানে প্লেস্টেশন ৪, পিএস৫, এক্সবক্স ওয়ান, এক্সবক্স সিরিজ এক্স/এস ও পিসি সংস্করণে মিলছে ফিফা ২৩ গেমটি।
গেমটির নির্মাতা কোম্পানি ইলেকট্রনিক আর্টস জানিয়েছে, দুটি এনডব্লিউএসএল দল নিয়ে খেললে গেমাররা মাঠে হওয়া ম্যাচ সম্প্রচারের মতো অভিজ্ঞতা পাবেন। আলাদাভাবে কোম্পানিটি গেমের কিক অফ ও টুর্নামেন্ট মোডে ‘ইউয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ’ খেলার সুবিধাও যোগ করছে। পাশাপাশি, এই অভিজ্ঞতায় পূর্ণতা দিতে ইয়ুভেন্তুস ও রিয়াল মাদ্রিদ’সহ চারটি নতুন ইউরোপীয় ক্লাব যোগ করা হচ্ছে।
‘এনডব্লিউএসএল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে’র সঙ্গে জনপ্রিয় এই গেম নির্মাতা কোম্পানির সম্প্রতি করা চুক্তির বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, এনডব্লিউএসএল-এর ১২টি দল ও এগুলোতে সফল নারী অ্যাথলেট আগামীতেও এই ফ্রাঞ্চাইজের অংশ হিসেবে থাকবেন। এমনকি এ বছর শেষে গেইম রিব্র্যান্ডিং করে ‘ইএ স্পোর্টস এফসি’ নামে যাওয়ার পরও।
এর আগে ফিফা ১৬ গেমে প্রথম নারী ফুটবলার যোগ করে ইএটি। যুক্তরাজ্য ও ফ্রান্সের উইমেন্স সুপার লিগ ও ডিভিশন ১ থেকে নেওয়া ২৪টি দলসহ আত্মপ্রকাশ ঘটে ফিফা ২৩ গেইমের। আর এবারই প্রথম গেমের প্রচ্ছদে দেখা যায় কোনো নারী খেলোয়াড়কে। তিনি হলেন গেমের ‘আলটিমেট এডিশন’ সংস্করণে দেখানো চেলসি’র ফুটবলার স্যাম কার।