ঢাকা | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩২ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

গেমিং ইন্ডাস্ট্রির বিবর্তনে ইথ্রি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে

বাতিল হলো ইথ্রি গেমিং সম্মেলন

বাতিল হলো ইথ্রি গেমিং সম্মেলন
গেমিং ইন্ডাস্ট্রির বিবর্তনে ইথ্রি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে

চলতি বছরের ১৩ থেকে ১৬ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ইথ্রি গেমিং সম্মেলন। তবে টানা চতুর্থ বছরেও বাতিল করা হয়েছে এ আয়োজন। ২০১৯ সালের পর এটিই প্রথম প্রদর্শক-দর্শকদের সরাসরি অংশগ্রহণে হওয়ার কথা ছিলো। খবর এনগ্যাজেট।

মাইক্রোসফট, নিনটেন্ডো, ইউবিসফটসহ গেমিং ইন্ডাস্ট্রির অধিকাংশ বড় কোম্পানিগুলো ইতিমধ্যেই ইথ্রি ২০২৩ এ অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। এবার পুরো আয়োজনটিই বাতিল করা হলো।

এন্টারটেইনমেন্ট সফটওয়্যার অ্যাসোসিয়েশন (ইএসএ) ইতিমধ্যেই সদস্যদেরকে সম্মেলন বাতিলের বিষয়টি জানানো শুরু করেছে। টুইটারেও বিষয়টি নিশ্চিত করেচে ইএসএ।

ইএসএ সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টানলি পিয়েরে-লুইস জানান, করোনা মহামারি অনেক কোম্পানিকে তাদের গেম ডেভেলপমেন্টের টাইমলাইন বদলে দিয়েছে। ফলে তারা এবারের আয়োজনের জন্য এখনও প্রস্তুত নয়। আমরা ইন্ডাস্ট্রির স্বার্থে এবারের আয়োজনটি বাতিল করছি।

ইথ্রি গেমিং,ইথ্রি গেমিং বাতিল,ইথ্রি বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend