ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

এই ১০ মোবাইল গেমে আসক্ত তরুণরা 

এই ১০ মোবাইল গেমে আসক্ত তরুণরা 
এই ১০ মোবাইল গেমে আসক্ত তরুণরা 

লকডাউনে ব্যাপক পরিমাণে মোবাইল গেমস খেলছেন তরুণরা । শুধু এ বছরই নয়। গত বছরেও এই একই ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছিল।

মোবাইল গেমের জনপ্রিয়তা বিগত কয়েক বছরে বিপুল পরিমাণে বেড়েছে। আর্কেড গেম থেকে ব্যাটেল রয়্যাল, সব ধরনের গেমই দেশে জনপ্রিয় হয়েছে।

আগামী কয়েক বছরে মোবাইল গেমের বাজারে বিপুল বৃদ্ধি হতে চলেছে। এমন আশার বাণীই শুনিয়েছেন একাধিক সমীক্ষা সংস্থা। সব থেকে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেমগুলি একনজরে দেখে নিন।

Hunter Assassin - এটা একটা অ্যাকশন গেম। এই গেমে আপনার টার্গেটের ফ্ল্যাশলাইট থেকে লুকিয়ে তাঁকে হত্যা করতে হয়।

My Talking Tom Friends - শিশুদের মধ্যে জনপ্রিয় এই পেট সিমুলেটর গেম। এই গেমে মোট ছয়টি পশুর যত্ন নেওয়া যায়।

Real Commando Secret Mission - এটি একটি জনপ্রিয় ফার্স্ট পার্সন শুটিং গেম। এই গেমে সিক্রেট কমান্ডো হয়ে খেলা যাবে।

Ludo Games - ভারতের অন্যতম জনপ্রিয় বোর্ড গেম লুডো। স্মার্টফোনে এই গেম লঞ্চ হওয়ার পরেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

FPS Commando Secret Mission - এটাও একটি শুটিং গেম। এই গেমে আপনি কমান্ডো হয়ে জঙ্গিদের খুঁজে হত্যা করতে হবে। Free Fire - এটা একটা ব্যাটল রয়্যাল গেম। একটি দ্বিপে সব খেলোয়াড়কে ফেলা হবে। যে খেলোয়াড় শেষ পর্যন্ত বেঁচে থাকবেন তিনি বিজয়ী।

Call of Duty: Mobile - এই গেমেও থাকছে ব্যাটল রয়্যাল মোড। সঙ্গে ডেথম্যাচ মোডেও এই গেম খেলা যাবে।

Clash of Clans - এটি একটি স্ট্র্যাটিজি গেম। একটি গ্রাম তৈরি করে পরে নিজের সাম্রাজ্য বিস্তার করতে হবে। Teen Patti - এটি জনপ্রিয় কার্ড গেম। 321 টুর্নামেন্ট, 6 পাত্তি ও একাধিক মোডে এই গেম খেলা যাবে।

Gardenscapes New Acres - এটি একটি পাজ়ল গেম। এই গেমে পাজ়ল সলভ করে বাগান তৈরি করতে হবে।

মোবাইল গেম,আসক্ত তরুণরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend