প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের নতুন মোবাইল হ্যান্ডসেট কিনলেই গ্রাহকরা এবার জিতে নিতে পারবেন ১ লাখ টাকা সমমূল্যের পুরস্কার। অসাধারণ এই প্রমোশনাল অফারটি ঘোষণা করা হয়েছে সকল ইনফিনিক্স স্মার্টফোনপ্রেমীদের জন্য। এছাড়া, ঈদ-উল-ফিতর উদযাপনের বাড়তি আনন্দ হিসেবে তাদের দেওয়া হচ্ছে একেবারেই বিনামূল্যে থাইল্যান্ড কিংবা নেপাল ঘুরে আসার সুযোগও।
গ্রাহকদের জন্য প্রধান আকর্ষণ ও প্রথম পুরস্কার হিসেবে থাইল্যান্ড ভ্রমণের এই অফারের পাশাপাশি দ্বিতীয় পুরস্কারে রয়েছে নেপাল ভ্রমণের সুযোগ। ক্যাম্পেইনটিতে রয়েছে থাইল্যান্ড ও নেপাল ভ্রমণের একাধিক পুরস্কার। এছাড়া সরাসরি লটারির মাধ্যমে জি৮৮ গেমিং স্মার্টফোন ‘হট১১এস’ এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার সহ অন্যান্য পুরস্কার জিতে নিতে পারবেন বিজয়ীরা।
আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ক্যাম্পেইনটি, যেটি চলবে ঈদ-উল-ফিতর পর্যন্ত। নির্ধারিত সময়ে যেকোনো মডেলের ইনফিনিক্স স্মার্টফোন কিনলেই গ্রাহকরা এসব অফার ও পুরস্কার লুফে নিতে পারবেন। এছাড়া সব স্মার্টফোনের জন্যই থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি।
শুধুমাত্র বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য অবিশ্বাস্য ও আকর্ষণীয় মূল্যে ইনফিনিক্স নিয়ে এসেছে সেরা গেমিং স্মার্টফোন হট১১এস। হেলিও জি৮৮ ডুয়েল-চিপ প্রসেসর এবং ৬+১২৮ বর্ধিত স্টোরেজ সুবিধাসহ অনন্য গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম এই ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ১৯০ টাকায়। এর আগে এই স্মার্টফোনটির নিয়মিত দাম ছিল ১৫ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোন সম্পর্কিত অন্যান্য আরো তথ্যের জন্য গ্রাহকদের ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘুরে আসার নিমন্ত্রণ রইল।