গ্রাহকদের জন্য আকর্ষণীয় বান্ডেল অফার নিয়ে এসেছে আকাশ ডিজিটাল টিভি।
এখন নতুন সংযোগের সাথে গ্রাহকরা আকাশ স্ট্যান্ডার্ড প্যাক উপভোগ করতে পারবেন প্রতি মাসে মাত্র ২৫০ টাকায়।
অফারটি গ্রহণের মাধ্যমে ১২ মাসের বান্ডেল প্যাকে গ্রাহকের ১৮০০ টাকা সাশ্রয় হবে।
নতুন সংযোগের সাথে ১২ মাসের বান্ডেল প্যাকের নিয়মিত মূল্য ৯ হাজার ২৯৯ টাকা। নতুন অফারের সে মূল্য কমলো। এর আওতায় নতুন সংযোগের সাথে ১২ মাসের বান্ডল প্যাক মাত্র ৭ হাজার ৪৯৯ টাকায় কেনা যাবে।
অর্থাৎ প্রতি মাসে ২৫০ টাকায় ৬২টির বেশি হাই-ডেফিনেশন (এইচডি) চানেলসহ ১৩০টির অধিক চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যাবে।