‘প্রিমো আরএক্সএইট মিনি’ মডেলের নতুন গেমিং স্মার্টফোনের প্রি-বুক নিচ্ছে ওয়ালটন। এর দাম ১১,৯৯৯ টাকা হলেও ১৬ জুন ২০২১ পর্যন্ত প্রি-বুকে ১০০০ টাকা মূল্যছাড় থাকছে। ফলে ¯œ্যাপড্রাগন প্রসেসর, ফুল এইচডি প্লাস রেজুলেশনের বড় পর্দা, ট্রিপল ব্যাক ক্যামেরা, শক্তিশালী র্যাম-রম, টাইপ-সি ফাস্ট চার্জিংসহ আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মাত্র ১০,৯৯৯ টাকায় পাচ্ছেন গ্রাহক।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএক্সএইট মিনি’ মডেলের ইতোমধ্যেই ফোনটি প্রযুক্তিপ্রেমিদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এই কনফিগারেশন ও প্রাইসে ‘প্রিমো আরএক্সএইট মিনি’ বর্তমানে বাংলাদেশের সেরা ফোন বলে অভিহিত করছেন ক্রেতারা। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ওয়ালটন ই-প্লাজা থেকে বিনামূল্যে ফোনটির প্রি-বুক দেয়া যাচ্ছে। পাশাপাশি দেশের যে-কোনো ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটির আগাম ফরমায়েশ দেয়ার সুযোগ রয়েছে।
ওয়ালটন সেল্যুলার ফোন মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো আরএক্সএইট মিনি’ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৩ ইি র ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
ফোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২.২ গিগাহার্টজ গতির কোয়ালকম স্নাপড্রাগন ৬ সিরিজ অক্টাকোর প্রসেসর, কোয়ালকমের অ্যাড্রেনো ৫১২ গ্রাফিক্স, ৪ জিবি র্যাম, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৬৪ জিবি রম, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, এলইডি ফ্ল্যাশসহ এফ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৬পি লেন্সযুক্ত ১২, ৮ এবং ৫ মেগাপিক্সেলের অটোফোকাস এআই ট্রিপল ব্যাক ক্যামেরা, এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সযুক্ত ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৩৬০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি, ডুয়াল ফোরজি সিম, সিকিউরিটি ¯øাইডার, ফিংগারপ্রিন্ট, ফেস আনলক, ওটিএ, ওটিজি, ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা ইত্যাদি।