 অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ ১০:৪৮, ২১ জুন, ২০২১
১০:৪৮, ২১ জুন, ২০২১
যুব প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
রিহ্যাবিলাইটেশন ইন্টারন্যাশনাল কোরিয়ার কর্তৃক অনলাইনে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ২০ জন প্রতিযোগী বিসিসি’র প্রধান কার্যালয় ঢাকাসহ রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার দুইটি পর্বের মধ্যে প্রথম পর্ব প্রিলিমিনারী ১৭ জুন সফলতার সাথে শেষ হলো।
আগামী অক্টোবরে দ্বিতীয় পর্ব ‘ফাইনাল রাউন্ড’ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য প্রতি বছর এ আয়োজন সরাসরি অনুষ্ঠিত হলেও কোভিড ১৯ এর কারণে এবার অনলাইনে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হলো। এবারের প্রতিযোগিতায় এশিয়া প্যসিফিক অঞ্চলের বাংলাদেশসহ মোট ১৪টি দেশ অংশগ্রহণ করে।