ঢাকা | মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ |
২৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো

গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো
গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে এলো ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো

অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো (১৪ ও ১৬ ইঞ্চির দুটি মডেল) বাজারে নিয়ে এলো প্রযুক্তিখাতে দেশের সবচেয়ে বড় রিটেইলার ও অ্যাপল পণ্যের অথরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার।

ম্যাকবুক প্রোর ১৩ ইঞ্চির পাশাপাশি এবার প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ১৪ ও ১৬ ইঞ্চির দুটি মডেল। যাতে নতুন এম-ওয়ান প্রো এবং এম-ওয়ান ম্যাক্স চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে নতুন কিছু পোর্ট।

এইচডিএমআই পোর্ট এবং এসডি কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে।

নতুন মডেলে চার্জিংয়ের জন্য যুক্ত হয়েছে ম্যাগসেফ থ্রি কানেক্টর।

এছাড়া রয়েছে লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, স্পেসিয়াল অডিও সিস্টেম ও স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট পোর্টের সাপোর্ট।

এসবের পাশাপাশি গ্যাজেট অ্যান্ড গিয়ারের গ্রাহকরা পাচ্ছেন ১২ মাসের অ্যাপলের অফিসিয়াল বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা।

উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার ২০১৭ সাল থেকে অ্যাপলের অথরাইজড রিসেলার হিসেবে কাজ করে যাচ্ছে।

২৩টিরও বেশি আউটলেট নিয়ে প্রতিষ্ঠানটি এখন ছড়িয়ে আছে ঢাকা শহরের সব প্রান্তে। অনলাইন ও অফলাইন সেবা, দ্রুত ডেলিভারি, ট্রেড-ইন সুবিধা ও অফিসিয়াল ওয়ারেন্টি প্রদান প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

ম্যাকবুক প্রো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend