একদিকে যেমন Acer এর মতো বিখ্যাত ল্যাপটপ কোম্পানি স্মার্টফোন বাজারে পা রেখেছে, তেমনই আবার গোটা বিশ্বে ইনোভেটিভ ও বিশ্বস্ত স্মার্টফোনের জন্য সুপরিচিত ব্র্যান্ড Motorola এবার ল্যাপটপ সেগমেন্টে কাজ শুরু করেছে। এই ক্যাটাগরিতে Motorola তাদের প্রথম Moto Book 60 ল্যাপটপ বাজারে এনেছে। কোম্পানি তাদের প্রথম ল্যাপটপ প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং স্মার্ট কানেক্টিভিটির মতো ফিচার সহ পেশ করেছে। যার ফলে এটি বাজারে উপস্থিত অন্যান্য বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় নামতে সক্ষম।
Moto Book 60 এর স্পেসিফিকেশন
Moto Book 60 (Core Ultra 5) এবং Moto Book 60 (Core Ultra 7) মডেল দুটির মধ্যে শুধুমাত্র প্রসেসরের পার্থক্য রয়েছে, বাকি সমস্ত স্পেসিফিকেশন একেবারে একই রকম রাখা হয়েছে। Moto Book 60 ল্যাপটপে 14 ইঞ্চির 2.8K OLED ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 500 নিটস ব্রাইটনেস, ডলবি ভিশন এবং HDR সাপোর্ট করে। এই ল্যাপটপে Intel Core Ultra 7 240H এবং Core Ultra 5 210H প্রসেসর অপশন রয়েছে। এই ল্যাপটপে 32GB পর্যন্ত DDR5 RAM এবং 1TB পর্যন্ত SSD স্টোরেজ দেওয়া হয়েছে। Windows 11 Home সহ কাজ করা এই ল্যাপটপে 60Wh ব্যাটারি ও 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই ল্যাপটপে Dolby Atmos স্টেরিও স্পিকার, 1080p প্রাইভেসি শাটার ওয়েবক্যাম, IR ক্যামেরা সহ Windows Hello ফেস রিকগনিশনের মতো ফিচার রয়েছে। একইসঙ্গে এটি মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি (MIL-STD-810H) সার্টিফায়েড, ফলে এটি আরও টেকসই হয়ে উঠেছে। এছাড়াও এই ল্যাপটপে স্মার্ট কানেক্টের মতো ফিচার অর্থাৎ স্মার্ট ক্লিপবোর্ড, ফাইল ট্রান্সফার এবং ‘সুইপ টু শেয়ার’ রয়েছে, এই ফিচার ল্যাপটপকে অন্যান্য Motorola ডিভাইসের সঙ্গে অসাধারণভাবে ইন্টিগ্রেট করতে সাহায্য করবে।
কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে Wi-Fi 7, Bluetooth 5.4, দুটি USB Type-A 3.2 Gen 1 পোর্ট, দুটি USB Type-C 3.2 Gen 1 পোর্ট, HDMI পোর্ট, DisplayPort 1.4, microSD কার্ড স্লট এবং 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার রয়েছে। সবদিক থেকেই Moto Book 60 ডিভাইসটি একটি প্রিমিয়াম ল্যাপটপ হিসাবে কোম্পানির এই নতুন সুচনাকে বেশ সাফল্য দেবে বলে মনে করা হচ্ছে।